ভূটানে কাউকে বাজার যেতে হচ্ছে না, সরকারের অভিনব পদক্ষেপে কমছে সংক্রমণের ঝুঁকি

May 08, 2020, 18:09 PM IST
1/5

ভূটানে অভিনব উদ্যোগ

ভূটানে অভিনব উদ্যোগ

বিশ্বের যে কটি দেশে করোনাভাইরাসের প্রকোপ কম তাদের মধ্যে ভূটান অন্যতম। কয়েকটি সহজ পদক্ষেপের মাধ্যমে এখনও পর্যন্ত মারণ ভাইরাসের প্রকোম দমিয়ে রেখেছে ভূটান। 

2/5

ভূটানে অভিনব উদ্যোগ

ভূটানে অভিনব উদ্যোগ

ভূটানে লকডাউন হয়নি। তবে স্রেফ বাজার করতে মানুষ যেন ভিড় না করে তার জন্য সরকার অভিনব পদক্ষেপ নিয়েছে। প্রয়োজনীয় সবজি বাড়ি বাড়ি পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছে সরকার। উদ্যোগের নাম দেওয়া হয়েছে ভেজেটেবলস অন হুইল। 

3/5

ভূটানে অভিনব উদ্যোগ

ভূটানে অভিনব উদ্যোগ

ভূটানে এখনও পর্যন্ত মাত্র সাতজন করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্ত পাঁচ জ্ন। তবুও বাড়তি সতর্ক সেখানকার সরকার। ট্যুরিস্ট প্রবেশ তো অনেকদিন ধরেই বন্ধ। স্বাস্থ্য ও কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে এবার গাড়ি করে বাড়ি বাড়ি সবজি পৌঁছে যাচ্ছে। 

4/5

ভূটানে অভিনব উদ্যোগ

ভূটানে অভিনব উদ্যোগ

খাদ্য সামগ্রী বিশেষ করে কাঁচা সবজি উৎপাদনে জোর দিয়েছে ভুটান সরকার। প্রধানমন্ত্রী ড. লোটে শেরিংয়ের নির্দেশে দেশের ২০টি জেলাতেই কৃষিজ পণ্য উত্পাদনে জোর দেওয়া হয়েছে। 

5/5

ভূটানে অভিনব উদ্যোগ

ভূটানে অভিনব উদ্যোগ

গত চার মাসে ভুটান সর্বনিম্ন করোনা সংক্রামিত দেশগুলির অন্যতম। সরকারি কর্মীরা প্রতি বাড়ি থেকে শুকনো খাবার সংগ্রহ করে এলাকা ভিত্তিক খাদ্য মজুত করে রাখছেন। যাতে সংকটের সময় খাদ্য সরবরাহে টান না পড়ে। এছাড়া বিজ্ঞানসম্মত উপায়ে জনস্বাস্থ্য কর্মসূচি নেওয়া হয়েছে সেখানে।