রঙে ডুবে যায় গোটা দেশ, কিন্তু কোন জায়গার উৎসব অতি বিশিষ্ট? জেনে নিন সেই রংদারির খোঁজ...
Best Places to Celebrate Holi: এ সময়ে ভারত জুড়ে বান ডেকে যায় রঙের। সমস্ত প্রদেশই নিজের মতো করে সুর বেঁধে নেয় রং-উৎসবের। তবে বিশাল এ দেশের কোনও কোনও জায়গায় রঙের জোয়ারটান বেশি। সেখানকার দোল বা হোলি এতই উজ্জীবিত ও প্রাণবন্ত এক ঘটনা যে, অন্য প্রদেশ থেকেও মানুষ সেখানে যান সেই উৎসব দেখতে, সেই উৎসবে অংশ নিতে। আসুন, দেখে নেওয়া যাক তেমনই কয়েকটি প্রদেশের রঙ-দারি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শীতের পরে আসে বসন্ত। আর বসন্তে আসে রঙের উৎসব। এই সময়ে প্রকৃতিতে আসে নতুন প্রাণের তরঙ্গ। গাছে গাছে ফুল, ডালে ডালে পাতা, নীল আকাশে ওঠে উজ্জ্বল রোদ, বনে বনে ডাকে পাখি। শীতের জড়তা কেটে গিয়ে জীবনের উষ্ণতার আবেশ ছড়িয়ে পড়ে সর্বত্র। এই সবটা নিয়েই বসন্ত-যাপন। সেই যাপনকে বহুগুণ রঙিন করে তোলে দোলযাত্রা বা হোলি বা বসন্তোৎসব। রঙে রঙে রংমশাল জ্বালার লগ্ন এই বাসন্তিক উৎসব।
এ সময়ে ভারত জুড়ে বান ডেকে যায় রঙের। সমস্ত প্রদেশই নিজের মতো করে সুর বেঁধে নেয় রং-উৎসবের। তবে বিশাল এ দেশের কোনও কোনও জায়গায় রঙের জোয়ারটান বেশি। সেখানকার দোল বা হোলি এতই উজ্জীবিত ও প্রাণবন্ত এক ঘটনা যে, অন্য প্রদেশ থেকেও মানুষ সেখানে যান সেই উৎসব দেখতে, সেই উৎসবে অংশ নিতে। আসুন, দেখে নেওয়া যাক তেমনই কয়েকটি প্রদেশের রঙ-দারি।