Durga Puja 2023: স্কটল্যান্ড-জুরিখ-সিয়াটেলে পুজোয় মেতে বাঙালিরা, গ্লাসগোয় যিশুর মূর্তির পাশে দেবী দুর্গার অধিষ্ঠান

Oct 22, 2023, 18:55 PM IST
1/5

দেশের পাশাপাশি বিদেশেও পুজোয় মেতে বাঙালিরা। স্কটল্যান্ডের সবচেয়ে প্রাচীন গ্লাসগোর ব্যাপ্টিস চার্চ কোর্স পোস্টালির পুজো।  

2/5

এখানে যিশুর ক্রসবিদ্ধ মূতির পাশে দেবীর অধিষ্ঠান। ১৯৮১ সাল থেকে যাত্রা শুরু এই পুজোর। গত ৪২ বছর ধরে বাঙালি সমাজের প্রাণকেন্দ্র এই পুজো।

3/5

মহালয়ায় মহিষাসুর মর্দিনীর অনুষ্ঠান থেকে তিথি মেনে ভক্তিভরে হয় এই পুজো। মহাষ্টমীর দিন দর্শনার্থীর সংখ্যা হাজারের কাছাকাছি পৌঁছে যায়। পুজোর জন্য আগে থেকেই ছুটি নিয়ে নেন উদ্যোক্তরা। রোজ রাতে পঞ্চ পদে দর্শনার্থীদের পংক্তি ভোজ করানো হয়।

4/5

গ্লাসগোর পাশাপাশি পিছিয়ে নেই সুইজারল্যান্ডের জুরিখও।

5/5

পাশাপাশি যেখানেই বাঙিলি সেখানেই পুজো। মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটেলের বাঙালিরাও মেতেছেন দুর্গাপুজোয়। ওই পুজো করেন ঐক্যতান দুর্গাপুজো কমিটি। এনিয়ে ৩ বছর পা দিল তাদের দুর্গাপুজো।