Israel Palestine Conflict: ছেলে-বউমা-নাতনি কেমন আছে? ইজরায়েলে যুদ্ধের আঁচ এসে লাগল বাংলার উত্তরপাড়ায়!

Oct 10, 2023, 14:52 PM IST
1/7

ইজরায়েল-প্যালেস্টাইন যুদ্ধের আঁচ বাংলায়!

Uttarpara scientist family amid Israel Palestine Conflict

বিধান সরকার: যুদ্ধকালীন পরিস্থিতি ইজরায়েলে। সেখানেই গবেষণা করছে ছেলে-বৌমা। উদ্ভূত পরিস্থিতিতে উত্তরপাড়ায় দুশ্চিন্তার প্রহর গুনছে উদ্বিগ্ন বৃদ্ধ মা-বাবা।  

2/7

ইজরায়েল-প্যালেস্টাইন যুদ্ধের আঁচ বাংলায়!

Uttarpara scientist family amid Israel Palestine Conflict

ইজরায়েলের হাইফা শহরে থাকেন উত্তরপাড়ার গবেষক দম্পতি। সোমোদয় হাজরা, তাঁর স্ত্রী জয়িতা দত্ত হাজরা ও তাঁদের ৩ বছরের মেয়ে সিন্ধুরা।   

3/7

ইজরায়েল-প্যালেস্টাইন যুদ্ধের আঁচ বাংলায়!

Uttarpara scientist family amid Israel Palestine Conflict

ছেলে-বউ আর একমাত্র নাতনিকে নিয়েই চিন্তায় সোমোদয়ের বাবা-মা। সোমোদয়ের বাবা প্রাক্তন অধ্যাপক উদয় শঙ্কর হাজরা। মা গৃহবধূ সোমা হাজরা।   

4/7

ইজরায়েল-প্যালেস্টাইন যুদ্ধের আঁচ বাংলায়!

Uttarpara scientist family amid Israel Palestine Conflict

মাত্র ২ সপ্তাহ আগেই ছেলের কাছ থেকে ফিরেছেন। সেই সময় যুদ্ধের কিছু ছিল না। হাইফা শহরে যদিও এখনও যুদ্ধের আঁচ লাগেনি। তবে স্কুল-কলেজ সব বন্ধ করে দেওয়া হয়েছে।   

5/7

ইজরায়েল-প্যালেস্টাইন যুদ্ধের আঁচ বাংলায়!

Uttarpara scientist family amid Israel Palestine Conflict

সোমোদয়দের বিশ্ববিদ্যালয় যদিও খোলা আছে। সোমোদয়-জয়িতা হাইফার টেকনিয়ন আইআইটিতে গবেষণা করছেন সেখানে গবেষণার কাজ চলছে। স্নায়ুতন্ত্র বিষয়ে গবেষণা করেন স্বামী-স্ত্রী।   

6/7

ইজরায়েল-প্যালেস্টাইন যুদ্ধের আঁচ বাংলায়!

Uttarpara scientist family amid Israel Palestine Conflict

সোমোদয় ইজরায়েল থেকে ভিডিয়ো কলে জানিয়েছেন, সাইরেন বাজলে বাঙ্কারে ঢুকে যেতে বলা হয়েছে। ৭২ ঘণ্টার জন্য জল, খাবার, পোশাক মজুত করে রাখতে বলা হয়েছে।  

7/7

ইজরায়েল-প্যালেস্টাইন যুদ্ধের আঁচ বাংলায়!

Uttarpara scientist family amid Israel Palestine Conflict

কালিপুজোর আগে ৯ নভেম্বর উত্তরপাড়ায় আসার টিকিট কাটা আছে ছেলে-বৌমার। তবে তার আগেই ফেরার চেষ্টা করছে তাঁরা। জানালেন উদ্বিগ্ন বাবা-মা।