Bengal Weather Update: এবার শুরু শুষ্ক আবহাওয়ার দিন! জেনে নিন পাকাপাকি ভাবে কবে থেকে পড়ছে শীত...
Bengal Weather Update after Cyclone Dana: 'ডানা'র পরেও যেন নিস্তার নেই! উত্তর-পূর্ব আসাম এবং দক্ষিণ কেরল উপকূলে দু'টি ঘূর্ণাবর্ত রয়েছে। তৈরি হচ্ছে পশ্চিমি ঝঞ্ঝা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দক্ষিণবঙ্গে এবার ধীরে ধীরে শুষ্ক আবহাওয়ার পরিবেশ তৈরি হবে। বাতাসে কমবে জলীয় বাষ্পের পরিমাণ। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে কোনও কোনও জেলার দু-এক জায়গায়। উত্তরবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়াই। তবে, সিস্টেম অন্য কথা বলছে। উত্তর-পূর্ব আসাম এবং দক্ষিণ কেরল উপকূলে দুটি ঘূর্ণাবর্ত রয়েছে। তৈরি হচ্ছে একটি পশ্চিমি ঝঞ্ঝাও। তবে কি বৃষ্টি-বাদল থেকে এখনও রেহাই নেই?
1/6
'ডানা' কোথায়?
2/6
দক্ষিণবঙ্গে
জেলায়-জেলায় এখন মূলত পরিষ্কার আকাশ। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে। তবে, এবার বৃষ্টির সম্ভাবনা যেমন কমবে, তেমনই বাতাস থেকে জলীয় বাষ্পের পরিমাণও ধীরে ধীরে কমবে। রবিবার থেকে আবহাওয়ার উন্নতি, বৃষ্টির সম্ভাবনা বেশ কম। বলতে গেলে এখন থেকে শুষ্ক আবহাওয়ার শুরু। (তথ্য : অয়ন ঘোষাল)
photos
TRENDING NOW
3/6
উত্তরবঙ্গে
4/6
কলকাতায়
5/6
কলকাতার তাপমান
6/6
ভিন রাজ্যে
photos