আট মাস পর ইডেনে ফিরল ক্রিকেট, শুরু হল 'বাংলার আইপিএল'

Nov 24, 2020, 20:35 PM IST
1/5

সুখেন্দু সরকার : ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের উদ্যোগে মঙ্গলবার থেকে শুরু হল ছয় দলীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট বেঙ্গল টি-২০ চ্যালেঞ্জ।

2/5

করোনা পরবর্তী সময়ে প্রায় আট মাস পর ইডেনের বাইশ গজে আবার ক্রিকেট ফিরল চলেছে। এদিন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ট্রফি উন্মোচন করেন।

3/5

ময়দানের দুই প্রধান ইস্টবেঙ্গল মোহনবাগান ছাড়াও এই টুর্নামেন্টে খেলছে কালীঘাট, টাউন ক্লাব, কাস্টমস এবং তপন মেমোরিয়াল।

4/5

প্রথম ম্যাচে ক্যালকাটা কাস্টমসকে ১৭ রানে হারিয়ে বেঙ্গল টি-২০ চ্যালেঞ্জে অভিযান শুরু করল মোহনবাগান।

5/5

 ইডেন গার্ডেন্সে এদিন টস জিতে প্রথমে মোহনবাগানকে ব্যাট করতে পাঠায় ক্যালকাটা কাস্টমস। মনোজ তিওয়ারির ৩৯ বলে ৬১ রানের ইনিংসে ভর করে ৫ উইকেট হারিয়ে ১৫৬ রান তোলে মোহনবাগান। জবাবে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৯ রান তোলে ক্যালকাটা কাস্টমস।