আবারও সংকটজনক করোনা পরিস্থিতির দিকে যাচ্ছে চিনের রাজধানী বেজিং। মঙ্গলবার প্রায় ২৭ জনের দেহে সংক্রমণ মেলার পর এমনটাই জানালেন চিনের স্বাস্থ্য দফতরের আধিকারিক।
2/5
লকডাউন ওঠার পর থেকেই বেজিংয়ের বিশাল 'জিনফাদি' পাইকারি বাজারে একের পর এক সংক্রমনের খবর মিলেছে। ফলে, সেই বাজারের সূত্র ধরে ট্রেসিং ও টেস্টিং শুরু করেছে প্রশাসন।
photos
TRENDING NOW
3/5
এই নিয়ে বেজিংয়ে গত পাঁচ দিনে প্রায় ১০৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আপাতত পুনরায় আংশিক লকডাউন জারি হয়েছে শহরের ৩০ টি কমিউনিটিতে। পাশাপাশি হাজার হাজার টেস্টিং করা হচ্ছে।
4/5
বেজিংয়ের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দেশের অন্যান্য প্রান্তে যাতে বেজিং থেকে সংক্রমণ না ছড়িয়ে পড়ে, সে বিষয়ে সাবধান করেছে হু।
5/5
চিনের স্বাস্থ্য দফতর জানিয়েছে, আপাতত দৈনিক প্রায় ৯০ হাজার টেস্টিং করা হচ্ছে। সোমবার থেকে আবার আংশিক লকডাউন ও কোয়ারেন্টিনের ব্যবস্থা করা হয়েছে।