‘হলমার্ক’ গহনা কেনার আগে মাথায় রাখুন এই ৪ বিষয়

Nov 03, 2018, 17:04 PM IST
1/5

S 5

S 5

সোনা-রুপোর গহন কিনতে গিয়ে যাতে ঠকতে না হয় তার জন্য সরকার চালু করেছে হলমার্ক দেওয়ার ব্যবস্থা। দেশে হলমার্ক ছাপ একমাত্র দিতে পারে ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড বা বিআইএস। দেশে গহনার দোকান বা হলমার্ক প্রদানকারী সংস্থাগুলিকে সরকারের নিয়ম মেনে চলতে হয়। এই চিহ্ন থেকে সোনার বিশুদ্ধতা বোঝা যায়। কীভাবে চিনবেন হলমার্ক গহনা।

2/5

S 4

S 4

যে কোনও হলমার্ক গহনায় থাকবে বিআইএস লোগো। এর থেকে বোঝা যায় গহনার গুণমান ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী বিচার করা হয়েছে।

3/5

S 3

S 3

হলমার্ক থাকলে বুঝতে হবে সোনার বিশুদ্ধতা বিচার করা হয়েছে। দেশে তিনটি গ্রেডের জন্য হলমার্ক দেওয়া হয়। এগুলি হল ২২, ১৮ ও ১৪ ক্যারেট সোনার ক্ষেত্রে। ২২ ক্যারেট সোনার ক্ষেত্রে লেখা থাকবে ২২কে৯১৬।

4/5

S 2

S 2

গহনা কেনার আগে দেখে নিতে হবে বিআইএস লোগো ও হলমার্কিং সেন্টারের নাম।

5/5

s 1

S 1

গোটা দেশে হলমার্ক গহনা প্রস্তুতকারীদের সম্পূর্ণ তালিকা পাওয়া যায় বিআইএস এর ওয়েবসাইটে। কেনাকাটা করার আগে তা একবার দেখে নেওয়া ভালো। কোনও গহনা প্রস্তুতকারকের বিরুদ্ধে অভিযোগ থাকলেও বিআইএসের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে।