Beauty Tips: ঘরোয়া পদ্ধতিতেই, নারকেল তেলের সাহায্যে TAN থেকে মুক্তি পান

Aug 31, 2021, 18:15 PM IST
1/7

ভারতের প্রাকৃতিক আবহাওয়াতে Tan পড়ার সমস্যা স্বাভাবিক

বর্তমান পরিস্থিতিতে ট্যানের সমস্যা নতুন নয়। ভারতের প্রাকৃতিক আবহাওয়াতে Tan পড়ার সমস্যা স্বাভাবিক। এই সমস্যা থেকে মুক্তি পেতে নারকেল তেল  দারুণ কাজে লাগে।   

2/7

ত্বকের যত্ন নিতে নারকেল তেলের বিকল্প নেই

ত্বকের যত্ন নিতে নারকেল তেলের বিকল্প নেই। ত্বকের স্বাস্থ্য ভাল রাখতে, ত্বককে টান টান করতে নারকেল তেল অনবদ্য। 

3/7

Tan এড়াতে Sunscreen ব্য়বহার করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা

Tan এড়াতে Sunscreen ব্য়বহার করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। পাশাপাশি full-sleeved এর জামাও  পরার উপদেশ দেন বিশেষজ্ঞরা।  

4/7

ঘরোয়া পদ্ধতিতেই Sun Tan থেকে মুক্তি পেতে পারেন

খুব সহজেই ঘরোয়া পদ্ধতিতেই Sun Tan থেকে মুক্তি পেতে পারেন। Coconut oil এ ৯০% saturated fats থাকে ও বাকিটা প্রাকৃতিক উপাদান থাকে যার ফলে অতিরিক্ত গরম থেকে ত্বককে রক্ষা করে।   

5/7

Coffee, Walnut, বিট নুন আর নারকেল তেল ব্যবহার করুন

Coffee, Walnut, বিট নুন আর নারকেল তেল মিশিয়ে ঘাড়, গলা , মুখ ও হাতের ত্বকে লাগালে Sun Tan নিমেষে উধাও হবে। এইভাবে সপ্তাহে ২ থেকে ৩ বার ব্যবহার করার পরামর্শ বিশেষজ্ঞদের। 

6/7

নারকেল তেলের সঙ্গে দই, ব্যসন, মধু মিশিয়ে মাখুন

Mix yogurt, bisan and honey with coconut oil

নারকেল তেলের সঙ্গে দই, ব্যসন, মধু মিশিয়ে মাখলেও Sun Tan  উধাও হবে। 

7/7

Moringa তেলের Vitamin E, antioxidants,এবং behenic acid Sun Tan করতে সাহায্য করে

Moringa oil helps to make Vitamin E, antioxidants, and behenic acid Sun Tan

Moringa তেলের Vitamin E, antioxidants,এবং behenic acid  Sun Tan  উধাও করতে সাহায্য করে।