ফাটা গোড়ালির সমস্যা থেকে মুক্তি পেতে কী না করেছেন। কিন্তু কিছুতেই ফাটা গোড়ালি দূর করতে পারেননি? তাহলে প্রথমে পিউমিক স্টোন দিয়ে গোড়ালি পরিস্কার করে নিন তারপর অলিভ অয়েল ব্যবহার করুন
2/6
ত্বকের সমস্যা দূর করার জন্য ত্বক পরিস্কার রাখা খুবই জরুরি। অলিভ অয়েল দিয়ে মুখ পরিস্কার করে হালকা গরম জল দিয়ে ধুয়ে নিন
photos
TRENDING NOW
3/6
চোখের তলার কালি, রিঙ্কল কিংবা ত্বকের ভাঁজ দূর করতে অলিভ অয়েলের জুড়ি মেলা ভার। আই ক্রিমে অলিভ অয়েল মিশিয়ে সেটি চোখের চারপাশে ব্যবহার করুন
4/6
অলিভ অয়েল চুলের জন্য দারুণ উপকারী। ১ চামচ অলিভ অয়েল মাইক্রোওয়েভে গরম করে চুলে এবং মাথার তালুতে লাগিয়ে ১০ মিনিট ম্যাসেজ করুন। ২০ মিনিট পর শ্যাম্পু করে ধুয়ে নিন
5/6
বডি লোশন হিসেবে ব্যবহার করতে পারেন অলিভ অয়েল। স্নান করার পর দু হাতের তালুতে অলিভ অয়েল নিন। এরপর দু হাতে তেল ঘষে সারা গায়ে মেখে নিন। প্রত্যেকদিন এভাবে ব্যবহার করলে আপনার ত্বক অনেক বেশি নরম এবং মসৃন হবে। এছাড়া, স্নানের জলে কয়েক ফোঁটা অলিভ অয়েল মিশিয়ে স্নান করলেও উপকৃত হবেন