সাবাধান! টাকাতে ছড়াচ্ছে করোনা ভাইরাস, জানাল আরবিআই

Oct 05, 2020, 13:14 PM IST
1/6

নিজস্ব প্রতিবেদন: সূচনায় রব উঠেছিল টাকা দিয়ে ছড়াচ্ছে করোনা। কিন্তু দিন যেতেই সেই তথ্য চাপা পরে যায়। বর্তমানে, ফের সেই তথ্য সামনে আনল আর বি আই। 

2/6

নোভেল করোনাভাইরাস সংক্রমণ হতে পারে টাকার লেদদেনে। রয়েছে ঘোর সম্ভবনা। জানাচ্ছে আর বি আই। 

3/6

তাই ডিজিটাল পেমেন্টকেই ভরসাস্থল মনে করা হচ্ছে। নোটে করে সম্ভব ব্যাকটেরিয়া ও ভাইরাসের চলন গমন। 

4/6

একাধিক অনলাইন লেনদেনের প্ল্যাটফর্ম চালু হয়েছে। বলাই চলে, মহামারীর সময় এক চেটিয়ে ব্যবসা করছে এই ডিজিটাল প্ল্যাটফর্মগুলি। 

5/6

দ্য কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডারস অর্থমন্ত্রী নির্মলা সীতারামকে ৯ মার্চ লিখিতভাবে জিজ্ঞাসা করেছিল, পয়সা ও টাকার নোট ব্যাকটিরিয়া এবং ভাইরাসের বাহক কিনা?  

6/6

তবে চিঠিটি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে প্রেরণ করা হয় সে সময়, যারা সিএআইটির কাছে জবাব দিয়েছিল নোট ও পয়সা করোনভাইরাস সহ ব্যাকটিরিয়া এবং অন্যান্য ভাইরাসের বাহক হতে পারে এবং তাই  ডিজিটাল পেমেন্টের ব্যবহার বাড়ানোর পরামর্শ দেওয় হয়েছিল।