স্বার্থের সঙ্ঘাত নেই, সৌরভ গাঙ্গুলিকে ক্লিনচিট দিল বিসিসিআই

Nov 17, 2019, 14:41 PM IST
1/5

ক্লিন চিট পেলেন সৌরভ

ক্লিন চিট পেলেন সৌরভ

রাহুল দ্রাবিড়ের পর এবার সৌরভ গাঙ্গুলিকে স্বার্থের সংঙ্ঘাত ইস্যুতে ক্লিন চিট দিল বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ডের এথিক্স অফিসার ডি কে জৈন একটি বিবৃতি প্রকাশ করে একথা জানান। 

2/5

ক্লিন চিট পেলেন সৌরভ

ক্লিন চিট পেলেন সৌরভ

একইসঙ্গে সিএবি সভাপতি ও আইপিএল দলের মেন্টর ছিলেন বলে সৌরভের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। সৌরভ বোর্ড প্রেসিচেন্ট হওয়ার পর সিএবি সভাপতি পদ থেকে ইস্তফা দিয়ে দেন। 

3/5

ক্লিন চিট পেলেন সৌরভ

ক্লিন চিট পেলেন সৌরভ

এর আগে রাহুল দ্রাবিড়ের বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ তুলেছিলেন মধ্যপ্রদেশ ক্রিকেট সংস্থার আজীবন সদস্য সঞ্জীব গুপ্তা। এর পরই দ্রাবিড়কে স্বার্থের সঙ্ঘাতের নোটিস পাঠিয়েছিল বোর্ড। জবাব দেওয়ার জন্য দ্রাবিড়কে দুসপ্তাহ সময় দিয়েছিল বিসিসিআই। এর পর রাহুলকে স্বার্থের সঙ্ঘাতের প্রসঙ্গে ক্লিন চিট দেন বোর্ডের এথিক্স অফিসার। 

4/5

ক্লিন চিট পেলেন সৌরভ

ক্লিন চিট পেলেন সৌরভ

সৌরভ একইসঙ্গে সিএবি সভাপতি, ধারভাষ্যকার ও আইপিএলে দিল্লির মেন্টর হিসাবে কাজ করছিলেন। তাই তাঁর বিরুদ্ধে স্বার্থের সঙ্ঘাতের অভিযোগ ছিল। কিন্তু এখন তিনি বোর্ড প্রেসি়ডেন্ট। 

5/5

ক্লিন চিট পেলেন সৌরভ

ক্লিন চিট পেলেন সৌরভ

সিএবি সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার পর দিল্লি মেন্টর পদ থেকেও সরে দাঁড়িয়েছেন সৌরভ। ফলে এখন আর স্বার্থের সঙ্ঘাতের প্রশ্নই নেই।