আরও ধনী হল বিসিসিআই! এবার আইপিএল থেকে বোর্ডের উপার্জন শুনলে অবাক হবেন

Nov 23, 2020, 14:37 PM IST
1/5

করোনা মহামারীর মধ্যেও আইপিএল আয়োজনের জন্য মরিয়া হয়ে উঠেছিল বিসিসিআই। দেশে সম্ভব হয়নি। তাই সংযুকত আরব আমিরশাহীতে আইপিএল অনুষ্ঠিত হয়েছ এবার। তবে তাতেও ভারতীয় বোর্ডের উপার্জনে ঘাটতি হয়নি।

2/5

এবার আইপিএল হয়েছে ফাঁকা স্টেডিয়ামে। ফলে আর্থিক ক্ষতির আশঙ্কা ছিল। কিন্তু দিনের শেষে দেখা যাচ্ছে, তাতে ভারতীয় বোর্ডের উপার্জনে ঘাটতি হয়নি।

3/5

এবার রেকর্ড ভিউয়ারশিপ হয়েছে আইপিএলে। বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমাল জানিয়েছেন, দুবাই আইপিএল থেকে তাদের চার হাজার কোটি টাকা উপার্জন হয়েছে।

4/5

৩০ হাজারের বেশি করোনা টেস্টের খরচ বহন করেছিল বিসিসিআই। দুবাইতে আইপিএল আয়োজনের জন্য ১৫০০ জনকে দায়িত্ব দেওয়া হয়েছিল। 

5/5

অরুণ ধুমাল জানিয়েছেন, অন্যবারের থেকে এবার টিভিতে ২৫ শতাংশ বেশি দর্শক আইপিএল দেখেছেন। মুম্বই বনাম চেন্নাইয়ের প্রথম ম্যাচ সব থেকে বেশি সংখ্যক দর্শক টিভিতে দেখেছিলেন।