অপ্রতিরোধ্য জার্মানরা! সাত বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে বায়ার্ন

Aug 20, 2020, 14:48 PM IST
1/5

দশ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছিল লিঁয়। তাও একের পর এক হেভিওয়েট দলকে হারিয়ে। কিন্তু বায়ার্নের সামনে পড়েই অসহায় আত্মসমর্পণ করতে হল তাদের। 

2/5

বায়ার্ন এবার চ্যাম্পিয়ন্স লিগে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। বার্সেলোনাকে ৮-২ গোলে হারানোর পর লিঁয়কে ৩-০ গোলে হারাল জার্মানরা।

3/5

সাত বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠল বায়ার্ন। অপেক্ষাকৃত ছোট দল হলেও এদিন লিঁয় কিন্তু চেষ্টায় কোনও খামতি রাখেনি। তবে বায়ার্ন যেন ধারে-ভারে অনেক এগিয়ে ছিল। 

4/5

সিঙ্গল লেগের সেমিতে বায়ার্নের হয়ে এদিন প্রথমার্ধে জোড়া গোল করেছেন সার্জি জিনাব্রি। দ্বিতীয়ার্ধে তৃতীয় গোল রবার্ট লিওয়ানডোস্কির।

5/5

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এই নিয়ে ১১ বার ফাইনালে উঠল বায়ার্ন। পাঁচবারের চ্যাম্পিয়ন তারা। ষষ্ঠবার খেতাব জয়ের জন্য তারা রবিবার রাতে নামবে পিএসজির বিরুদ্ধে। প্যারিস সা জাঁ এই প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলবে।