Bankura: গোমূত্র দিয়ে চাষেই ফলছে সোনার ফসল! ব্যাপক লাভ কৃষকদের...

Mar 08, 2024, 14:26 PM IST
1/7

গোমূত্রে চাষ!

Cow urine in Agriculture

মৃত্যুঞ্জয় দাস: কোনও রাসায়নিক সার নয়, গোমূত্র দিয়ে চাষেই ফলছে সোনা! ব্যাপক ফলন ও লাভের মুখ দেখছেন ছাতনা ব্লকের কৃষকেরা।  

2/7

গোমূত্রে চাষ!

Cow urine in Agriculture

বাঁকুড়া ছাতনা ব্লকের হরিবান্ধি গ্রামের শতাধিক পরিবার এখন চাষের জমিতে গোমূত্র ও জৈব সার ব্যবহার করছে। আর তাতেই বিঘের পর বিঘে সোনার ফসল ফলছে।   

3/7

গোমূত্রে চাষ!

Cow urine in Agriculture

একটা সময় বহু অর্থ ব্যয় করে, কখনও কখনও মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে রাসায়নিক সার কিনে তা ব্যবহার করতেন চাষের জমিতে। তাতে ফলন মোটামুটি হলেও তা শরীরের পক্ষে মারাত্মক ক্ষতি।   

4/7

গোমূত্রে চাষ!

Cow urine in Agriculture

পরবর্তী সময়ে বাঁকুড়া ছাতনা ব্লকের আদিবাসী অধ্যুষিত হরিবান্ধি গ্রামের মানুষদের জমিতে কীটনাশক ছাড়া চাষের সহজ উপায় ও অল্প খরচে চাষ করার পদ্ধতি শেখানো হয়।   

5/7

গোমূত্রে চাষ!

Cow urine in Agriculture

জমিতে ধান চাষ থেকে শুরু করে সবজি চাষে গোমূত্র, গোবর ও নিম তেল ব্যবহার করতে শুরু করে এলাকার কৃষকরা। আর তাতেই ব্যাপক ফলন দেখে অবাক কৃষকরা।   

6/7

গোমূত্রে চাষ!

Cow urine in Agriculture

বর্তমানে এলাকার শতাধিক কৃষক পরিবার এখন রাসায়নিক সার ছেড়ে গোমূত্র,গোবর ও নিম তেল ব্যবহার করে ফলাচ্ছেন বিঘের পর বিঘে ফসল।   

7/7

গোমূত্রে চাষ!

Cow urine in Agriculture

তাতে একদিকে যেমন কীটনাশক ব্যবহার না করে অতি কম খরচে ফসল ফলাচ্ছেন। অন্যদিকে তেমন-ই পুষ্টিকর আহারও পাচ্ছেন তারা।