মার্চের শেষে ৭০,০০০ কোটি টাকা অনাদায়ী ঋণ উদ্ধার হবে: জেটলি

Jan 03, 2019, 15:22 PM IST
1/5

S 5

S 5

দেশের ব্যাঙ্কগুলির দেওয়া বিপুল পরিমাণ ঋণ অনাদায়ী পড়ে থাকার জন্য ইতিমধ্যে ৬ হাজার ব্যাঙ্ককর্মীর শাস্তির ব্যবস্থা করেছে সরকার। এবার ফের আশার কথা শোনালেন অর্থমন্ত্রী অরুণ জেটলি।

2/5

S 4

S 4

বৃহস্পতিবার তাঁর এক ফেসবুক পোস্টে জেটলি জানিয়েছেন, ৬৬টি মামলার সমাধান করে অর্থমন্ত্রক ইতিমধ্যেই ৮০,০০০ কোটি টাকা উদ্ধার করেছে। আগামী মার্চ মাসের মধ্যে আরও ৭০,০০০ কোটি টাকা অনাদায়ী ঋণ উদ্ধার করা হবে। এর জন্য নিস্পত্তি করতে হবে ১২টি মামলা। এর মধ্যে রয়েছে ভূষণ বিদ্যুত্ ও ইস্পাত লিমিটেড ও এসার স্টিলের মতো মামলা।

3/5

S 3

S 3

অনাদায়ী ব্যাঙ্ক ঋণ সম্পর্কে জেটলি বলেন, ইউপিএ সরকারের দায় এখন এনডিএকে নিতে হচ্ছে। তবে এনডিএ আমলে ব্যাঙ্ক ঋণ সম্পর্কিত মামলার দ্রুত নিস্পত্তি হচ্ছে।

4/5

S 2

S 2

জেটলি লিখেছেন, ২০১৬ সালের পর থেকে ন্যাশানাল কেম্পানি ল ট্রাইবুন্যাল-এনসিএলটি-র কাছে অনাদায়ী ঋণ সংক্রান্ত অভিযোগ আসতে থাকে। এখনও পর্যন্ত ৬৬টি এই ধরনের মামলার সমাধান হয়েছে। উদ্ধার হয়েছে ৮০,০০০ কোটি টাকা।

5/5

s 1

s 1

এনসিএলটির কাছে থাকা হিসেব অনুযায়ী, এখনও পর্যন্ত ২.০২ লাখ কোটি টাকা ঋণ অনাদায়ী রয়েছে।