Bank Holidays October 2021: অক্টোবরে ২১ দিন বন্ধ ব্যাঙ্ক! পুজোর মুখে সেরে ফেলুন গুরুত্বপূর্ণ কাজ

দেখে নিন পূর্ণাঙ্গ তালিকা

Sep 29, 2021, 12:12 PM IST

অক্টোবর মাসে মোট ২১ দিন বন্ধ থাকবে দেশের ব্যাঙ্কগুলি। সাপ্তাহিক ছুটি তো রয়েছেই একইসঙ্গে দেশজুড়ে নানান উৎসবের কারণেও বন্ধ থাকছে ব্যাঙ্ক। 

1/5

উৎসবের মরসুমে ব্যাঙ্কের কাজও প্রচুর

Banking during festive season

নিজস্ব প্রতিবেদন: Bank Holidays অক্টোবরে (October Banking) ব্যাঙ্কের কাজ মেটাবার আগে অন্তত একবার চোখ বুলিয়ে নেওয়া দরকার ব্যাঙ্কের ছুটির (Bank Holidays List) তালিকায়। উৎসবের মরসুমে ব্যাঙ্কের কাজও প্রচুর। আবার ব্যাঙ্কের ছুটির তালিকাও বেশ দীর্ঘ। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) ইতিমধ্যেই সেই তালিকা প্রকাশ করেছে। 

2/5

মোট ২১ দিন বন্ধ ব্যাঙ্ক

Bank closed for 21 days

অক্টোবর মাসে মোট ২১ দিন বন্ধ থাকবে দেশের ব্যাঙ্কগুলি। সাপ্তাহিক ছুটি তো রয়েছেই একইসঙ্গে দেশজুড়ে নানান উৎসবের কারণেও বন্ধ থাকছে ব্যাঙ্ক। যদিও অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা সচল থাকবে।

3/5

তিনটি বিষয়ের উপর নির্ভর করে ব্যাঙ্কের ছুটি

Bank Holidays depend on three things

ব্যাঙ্কের ছুটি রাজ্যগুলি অনুযায়ী ও আঞ্চলিক উৎসব অনুযায়ী আলাদা আলাদা হয়। রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুসারে কোনও ব্যাঙ্কের ছুটির দিন তিনটি বিষয়ের ওপর নির্ধারণ করা হয়।  'হলিডে আন্ডার দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট', 'রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট হলিডে ও ব্যাঙ্ক ক্লোজিং অফ অ্যাকাউন্টস। 

4/5

ব্যাঙ্কে ছুটির তালিকা

Bank Holidays List

আসুন দেখে নেওয়া যাক অক্টোবর মাসে ব্যাঙ্কের ছুটির তালিকা।  অক্টোবর ১: ব্যাঙ্ক অর্ধবর্ষ, অক্টোবর ২: গান্ধী জয়ন্তী, অক্টোবর ৩: রবিবার, অক্টোবর ৬: মহালয়া, অক্টোবর ৭: নবরাত্রি ব্রতারম্ভ ও ত্রিপুরা, মেঘালয়ে আঞ্চলিক ছুটি, অক্টোবর ৯: দ্বিতীয় শনিবার, অক্টোবর ১০: রবিবার

5/5

পুজোর মুখে ছুটির তালিকা

Bank Holiday list during Puja

অক্টোবর ১১ থেকে ১৫: দুর্গাপুজো, অক্টোবর ১৭: রবিবার, অক্টোবর ১৮: কাটি বিহু (অসম), অক্টোবর ১৯: ঈদ-এ-মিলাদ, অক্টোবর ২০: লক্ষীপুজো, অক্টোবর ২২: ঈদ-এ-মিলাদ-উল-নবি, অক্টোবর ২৩: চতুর্থ শনিবার, অক্টোবর ২৪: রবিবার