Pori Moni: ‘ফাল্গুনী ভালোবাসায়’ পরীমণির ছেলে রাজ্যের মুখে ভাত, দাওয়াত পথশিশুদের...

| Feb 15, 2023, 14:23 PM IST
1/7

রাজ্যের মুখেভাত

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভ্যালেন্টাইনস ডে অর্থাৎ পয়লা ফাল্গুন মুখে প্রথম ভাত তুলল পরীমণি ও শরিফুল রাজের ছেলে রাজ্য।  

2/7

রাজ্যের মুখেভাত

কিছুদিন আগেই ছ’মাস পূর্ণ করেছিল রাজ্য। সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছিল সেই সেলিব্রেশনের ছবি। এবার ছেলের মুখে ভাতের ছবি শেয়ার করলেন নায়িকা।  

3/7

রাজ্যের মুখেভাত

ছেলের মুখে ভাতে ফের কাছাকাছি রাজ ও পরী।  

4/7

রাজ্যের মুখেভাত

পরীর ছেলের মুখে ভাতে হাজির ছিলেন পরিচালক চয়নিকা চৌধুরীও। সোনার বাটি ও চামচে এদিন ভাত খেল রাজ্য।  

5/7

রাজ্যের মুখেভাত

ছেলের মুখেভাতে পথ শিশুদের আমন্ত্রন জানিয়েছিলেন পরীমণি।  

6/7

রাজ্যের মুখেভাত

ছেলের মুখেভাতের দিন পরীমণি বলেন, ‘এটা যে কী রকম আনন্দের ও খুশির তা বলে বোঝানো সম্ভব নয়। পথশিশুরাও মানুষ, তাদেরও ভালো কিছু খেতে ইচ্ছে করে, সুন্দরভাবে বাঁচতে ইচ্ছে করে। আমি চাই রাজ্য মানবিক মানুষ হয়ে উঠুক, সুন্দরভাবে বেড়ে উঠুক।’  

7/7

রাজ্যের মুখেভাত

মাছ, মাংস, বিরিয়ানির অঢেল আয়োজন ছিল এদিন। পথশিশুদের নিজের হাতেই খাবার সার্ভ করলেন নায়িকা।