Weather Cyclone Update: আছড়ে পড়বেই ঘূর্ণিঝড়! উত্‍সবের মরশুম কি পণ্ড? বড় আপডেট উপকূলের বাংলায়...

Cyclone: ভ্যাপসা গরম, সঙ্গে তীব্র তাপপ্রবাহ। গত কয়েকদিন ধরেই গরমে পুড়ছে মানুষ। এমন পরিস্থিতিতে উপকূলে ঝড়ের পূর্বাভাস। ঝোড়ো হাওয়া-সহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

Oct 02, 2024, 16:04 PM IST
1/6

আছড়ে পডবেই ঘূর্ণিঝড়!

cyclone will hit in Bangladesh

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মৌসুমি বায়ু অনেকটা সক্রিয় হয়ে ওঠায় উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর চলমান মেঘপুঞ্জ তৈরি হয়েছে।

2/6

আছড়ে পডবেই ঘূর্ণিঝড়!

cyclone will hit in Bangladesh

ফলে উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্রবন্দরগুলোয় ঝোড়ো হাওয়া বইবে বলেই সতর্কতা।

3/6

আছড়ে পডবেই ঘূর্ণিঝড়!

cyclone will hit in Bangladesh

সে কারণেই বাংলাদেশের চার বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দিয়েছে আবহাওয়া দফতর। 

4/6

আছড়ে পডবেই ঘূর্ণিঝড়!

cyclone will hit in Bangladesh

সেই সঙ্গে মাছ ধরার ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।

5/6

আছড়ে পডবেই ঘূর্ণিঝড়!

cyclone will hit in Bangladesh

চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

6/6

আছড়ে পডবেই ঘূর্ণিঝড়!

cyclone will hit in Bangladesh

এর আগেও বাংলাদেশের আট অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানায় আবহাওয়া দফতর।