ভারতীয় কোচকে দীপাবলির উপহার দিতে বাংলাদেশকে অন্ধকার করল জিম্বাবোয়ে

Nov 06, 2018, 23:33 PM IST
1/8

বাংলাদেশে টেস্ট জয় জিম্বাবোয়ের

zim_8

টানা ১৯টি ম্যাচ হারার পর সিলেট টেস্টে অপ্রত্যাশিত কামব্যাক জিম্বাবোয়ের। আর আফ্রিকার এই দেশের জয়ের সঙ্গে জড়িয়ে এক ভারতীয়। তিনি হলেন কোচ লালচাঁদ রাজপুত। ছেলেদের কাছ থেকে তিনি চেয়েছিলেন দীপাবলির উপহার। 

2/8

বাংলাদেশে টেস্ট জয় জিম্বাবোয়ের

zim_7

খেলা শেষ হওয়ার পর লালচাঁদ রাজপুত বলেন,''আমি ছেলেদের বলেছিলাম, দীপাবলির জন্য আমার সেরা উপহার এই টেস্ট জয়। ওরা দারুণভাবে করে দেখিয়েছে। এই জয়টা দরকার ছিল। ক্রিকেটাদের আত্মবিশ্বাস নিশ্চিতভাবে বাড়বে। এবার এগিয়ে যেতে চাই''।  

3/8

বাংলাদেশে টেস্ট জয় জিম্বাবোয়ের

zim_6

সোমবার পর্যন্ত শেষ ইনিংসে ২৬ রানে অপরাজিত ছিল বাংলাদেশের উদ্বোধনী জুটি। কিন্তু মঙ্গলবার সকালেই এলবিডব্লু হয়ে ফেরেন লিটন দাস। এরপর ফিরে যান মমিনুল হক।   

4/8

বাংলাদেশে টেস্ট জয় জিম্বাবোয়ের

zim_5

তবে বড় রানের আশা জাগিয়ে ৪৩ রানে ইমরুল কায়েস ফিরতেই সঙ্কটে পড়ে বাংলাদেশ। সুইপ করতে গিয়ে আউট ইমরুল। মাহমুদুল্লাহ ও নাজমুলও অহেতুক ঝুঁকিপূর্ণ শট খেলতে গিয়ে আউট হন। 

5/8

বাংলাদেশে টেস্ট জয় জিম্বাবোয়ের

zim_4

বাংলাদেশের উপরসারির ব্যাটসম্যানদের লজ্জা ঢাকার খানিকটা চেষ্টা করেন আরিফুল হক। তাঁর ব্যাটে আসে ৩৮ রান। নইলে আরও লজ্জা অপেক্ষা করছিল টাইগারদের জন্যে।   

6/8

বাংলাদেশে টেস্ট জয় জিম্বাবোয়ের

zim_3

প্রথমে ব্যাট করে ২৮১ তোলে জিম্বাবোয়ে। সেই রানের সামনে ১৪৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। এরপর দ্বিতীয় ইনিংসে মাত্র ১৮১ তোলে জিম্বাবোয়ে। দ্বিতীয় ইনিংসে লক্ষ্য তাড়া করতে নেমে ১৬৯ রানেই থমকে যায় বাংলাদেশ।  

7/8

বাংলাদেশে টেস্ট জয় জিম্বাবোয়ের

zim_2

জিম্বাবোয়ের ব্রেন্ডেন মাভুতা তুলে নিয়েছেন ৪ উইকেট। দ্বিতীয় টেস্ট ১১ নভেম্বর মীরপুরে। 

8/8

বাংলাদেশে টেস্ট জয় জিম্বাবোয়ের

zim_1

ইতিমধ্যেই ইঙ্গিতে রাজপুত বুঝিয়ে দিয়েছেন, সিরিজ জয়ের লক্ষ্যেই খেলবে তাঁর দল। ভারতীয় কোচকে দীপাবলির ডবল উপহার ছেলেরা দিয়ে দিলে নিঃসন্দেহে জিম্বাবোয়ে ক্রিকেটের জন্য নতুন অধ্যায় রচিত হবে।