জলপাইগুড়ি থেকে ঢাকা, নতুন ট্রেনের ভাড়া নির্ধারণ করল বাংলাদেশ
Mar 08, 2021, 16:42 PM IST
1/6
নিজস্ব প্রতিবেদন: ঢাকা থেকে চিলাহাটি, হলদিবাড় হয়ে পশ্চিমবঙ্গে নিউ জলপাইগুড়ি পৌঁছাবে ট্রেন। বাংলাদেশের রেলমন্ত্রী মহম্মদ নূরুল ইসলাম সুজন জানিয়েছেন, দুই দেশের প্রধানমন্ত্রী এই রেলপথ উদ্বোধন করবেন।
2/6
ইতিমধ্যে ধার্য করা হয়েছে ভাড়া। ঢাকা থেকে জলপাইগুড়ি যেতে ট্রেনের ভাড়া ২২০০ টাকা। এর সঙ্গে যোগ হবে ৫০০ টাকা ট্রাভেল ট্যাক্স। অর্থাৎ মোট খরচ হবে ২৭০০ টাকা।
photos
TRENDING NOW
3/6
চিলাহাটি থেকে ভাড়া ৭০০ টাকা। এক্ষেত্রেও ট্রাভেল ট্যাকস ৫০০ টাকা।
4/6
২৬ মার্চ হলদিবাড়ি থেকে চিলাহাটি রেলপথ উদ্বোধন করা হবে।
5/6
প্রসঙ্গত, ২০১১ সালে ৭ সেপ্টেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের বাংলাদেশ সফরের সময়ে এই রেলপথ খোলার সিদ্ধান্ত হয়েছিল। মনমোহনের সঙ্গে যৌথ বিবৃতি দিয়েছিলেন শেখ হাসিনা। তখন রেলমন্ত্রী ছিলেন তৃণমূলের দীনেশ ত্রিবেদী।