Viral Botox Girl: ছুরি-কাঁচি-বোটক্সে খরচ সাড়ে ৫ কোটি, যে কন্যার বার্বি-রূপে ভিরমি খাবেন...
Fetish Barbie: তিনি বলেন, 'আমি নিজেকে এইভাবে দেখতে ভালোবাসি।' শুধু তাই নয়, তাঁর লক্ষ্য হল বড় চুল, পূর্ণ ঠোঁট এবং নিখুঁতভাবে ম্যানিকিউরড নখ সহ একটি অতিরঞ্জিত, পুতুলের মতো চেহারা অর্জন করা।
1/9
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নিজস্ব ব্যক্তিত্বে ঔজ্জ্বল্য বজায় রাখতে উঠে পড়ে লেগেছে মডেল, অভিনেতা-সহ একাধিক ব্যক্তিত্বরা কৃত্রিম পদ্ধতিতে নিজেদের সৌন্দর্য বৃদ্ধি করাচ্ছেন। যেই পদ্ধতিকে বোটক্স বলে। এই পদ্ধতির চরম আসক্তিতে ভুগছেন এক জনপ্রিয় অস্ট্রিয়ান মডেল। ৩০ বছর বয়সী এই মডেল 'ফেটিশ বার্বি' নামে পরিচিত।
2/9
photos
TRENDING NOW
3/9
4/9
5/9
6/9
7/9
'ফেটিশ বার্বি' বছরের পর বছর ধরে বোটক্স এবং ফিলারের জন্য বিপুল পরিমাণ খরচ করেছেন। নিজের 'স্ফীত' চেহারা বজায় রাখতে তিনি তিন থেকে চার মাস অন্তর লিপ ফিলার সার্জারি করান। যাতে তাঁর ঠোঁট এইরকমই মোটা এবং পাউটি অর্থাত্ ফুলো দেখতে লাগে। তিনি এই নিয়ে ব্যাখ্যা করেছেন যে, প্রতিনিয়ত এই সার্জারি করতে করতে তিনি আসক্তিতে পড়ে গিয়েছেন। এবং সেটি জানা সত্ত্বেও তিনি কোনওভাবেই নিজেকে আটকাবেন না।
8/9
9/9
photos