Viral Botox Girl: ছুরি-কাঁচি-বোটক্সে খরচ সাড়ে ৫ কোটি, যে কন্যার বার্বি-রূপে ভিরমি খাবেন...

Fetish Barbie: তিনি বলেন, 'আমি নিজেকে এইভাবে দেখতে ভালোবাসি।' শুধু তাই নয়, তাঁর লক্ষ্য হল বড় চুল, পূর্ণ ঠোঁট এবং নিখুঁতভাবে ম্যানিকিউরড নখ সহ একটি অতিরঞ্জিত, পুতুলের মতো চেহারা অর্জন করা।

Dec 28, 2024, 12:08 PM IST
1/9

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নিজস্ব ব্যক্তিত্বে ঔজ্জ্বল্য বজায় রাখতে উঠে পড়ে লেগেছে মডেল, অভিনেতা-সহ একাধিক ব্যক্তিত্বরা কৃত্রিম পদ্ধতিতে নিজেদের সৌন্দর্য বৃদ্ধি করাচ্ছেন। যেই পদ্ধতিকে বোটক্স বলে। এই পদ্ধতির চরম আসক্তিতে ভুগছেন এক জনপ্রিয়  অস্ট্রিয়ান মডেল। ৩০ বছর বয়সী এই মডেল 'ফেটিশ বার্বি' নামে পরিচিত।

2/9

এই মডেল নেটমাধ্যমে তাঁর অতিরঞ্জিত এবং অতিরিক্ত কৃত্রিম চেহারার জন্য জনপ্রিয়। কিন্তু একাংশ নেটিজেনরা মডেলের এই বোটক্স সৌন্দর্যের জন্য় তাঁর প্রতি উদ্বেগ প্রকাশ করেছে। 

3/9

জানা গিয়েছে, মাত্র ১৮ বছর বয়স থেকেই তিনি ঘন ঘন বোটক্স এবং ফিলার চিকিত্‍সার মধ্যে দিয়ে গিয়েছেন। এই কথা তিনি নিজেই প্রকাশ্যে এনেছেন।

4/9

তাঁর এই কৃত্রিম পদ্ধতি প্রয়োগ করার ফলে তাঁর ঠোঁট অতিরিক্ত মোটা, অতিরিক্ত ভরা গাল এবং অপ্রাকৃত মসৃণ কপাল। যার ফলে তাঁর প্রকৃত মুখ প্রায় একেবারেই পালটে গিয়েছে। 

5/9

এখনও অবধি তিনি তাঁর এই কৃত্রিম পদ্ধতির পিছনে প্রায় সাড়ে ৫ কোটি টাকা খরচ করেছেন। এক সাক্ষাত্‍কারে তিনি প্রকাশ করেন যে, তাঁর বন্ধুরা তাঁর এই বোটক্স আসক্তির জন্য় খুব উদ্বিগ্ন। যদিও, তিনি সেই উদ্বেগকে এড়িয়ে চলেন। এবং তিনি এই প্রক্রিয়া আবারও করাবেন।

6/9

তিনি বলেন, 'আমি নিজেকে এইভাবে দেখতে ভালোবাসি।' শুধু তাই নয়, তাঁর লক্ষ্য হল বড় চুল, পূর্ণ ঠোঁট এবং নিখুঁতভাবে ম্যানিকিউরড নখ সহ একটি অতিরঞ্জিত, পুতুলের মতো চেহারা অর্জন করা। তিনি এ-ও বলেন যে, এই বৈশিষ্ট্যগুলি তাঁর আরও শক্তিশালী এবং আত্মবিশ্বাসী বোধ করতে সাহায্য করে।  

7/9

'ফেটিশ বার্বি' বছরের পর বছর ধরে বোটক্স এবং ফিলারের জন্য বিপুল পরিমাণ খরচ করেছেন। নিজের 'স্ফীত' চেহারা বজায় রাখতে তিনি তিন থেকে চার মাস অন্তর লিপ ফিলার সার্জারি করান। যাতে তাঁর ঠোঁট এইরকমই মোটা এবং পাউটি অর্থাত্‍ ফুলো দেখতে লাগে। তিনি এই নিয়ে ব্যাখ্যা করেছেন যে, প্রতিনিয়ত এই সার্জারি করতে করতে তিনি আসক্তিতে পড়ে গিয়েছেন। এবং সেটি জানা সত্ত্বেও তিনি কোনওভাবেই নিজেকে আটকাবেন না।

8/9

কিছু নেটিজেনরা তাঁর এই বোল্ড লুকের প্রশংসা করলেও, অনেকেই তাঁকে তীব্র কটাক্ষও করেছেন। অনেকেই প্রকাশ করেছেন যে, তিনি বাস্তব এবং প্রাকৃতিক জিনিসের বাইরে চলে গিয়েছেন। এই অত্যধিক বোটক্স এবং ফিলার তাঁর শরীরে খারাপ প্রভাব ফেলতে পারে।

9/9

নেগেটিভিটি এবং তার ঘনিষ্ঠদের উদ্বেগ সত্ত্বেও, মডেল তাঁর এই কৃত্রিম প্রক্রিয়া চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে দৃঢ় রয়েছেন। তিনি তাঁর আকর্ষণীয় চেহারার জন্য এক আলাদাই সন্তুষ্টি অনুভব করেন বলে জানিয়েছেন।