Australian Open 2021: করোনার ধাক্কায় পিছিয়ে গেল বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম

Dec 17, 2020, 20:53 PM IST
1/5

২০২১ সালের ১৮ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ান ওপেন (Australian Open 2021)। কিন্তু করোনার কারণে তা পিছিয়ে যাচ্ছে।  

2/5

Association of Tennis Professionals (ATP) নিশ্চিত করেছে করোনার কারণে এবারের অস্ট্রেলিয়ান ওপেন তিন সপ্তাহ পিছিয়ে যাচ্ছে। ১৮ জানুয়ারির পরিবর্তে শুরু হবে ২০২১ সালের ৮ ফেব্রুয়ারি থেকে।  

3/5

অস্ট্রেলিয়ান ওপেনে (Australian Open 2021) পুরুষদের কোয়ালিফায়ার পর্ব ১০ থেকে ১৩ জানুয়ারি হবে দোহায়।  

4/5

দোহায় বাছাই পর্বের পর খেলোয়াড় থেকে সাপোর্ট স্টাফ সকলে মেলবোর্নে পৌঁছবেন ১৫ জানুয়ারি। তারপর ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে তাদের। মেনে চলতে হবে কোভিড নীতি।  

5/5

কয়েকদিন আগেই কুড়িটি গ্র্যান্ড স্লাম জয়ী রজার ফেডেরার (Roger Federer) জানিয়েছিলেন অস্ট্রেলিয়ান ওপেন পেছলে তাঁর সুবিধা হতে পারে। কারণ হাঁটুর সমস্যায় তিনি বেশ কয়েকদিন ধরে ভুগছেন। ফরাসি ওপেন এবং ইউএস ওপেনে কোর্টে নামতে পারেননি তিনি। তাই অস্ট্রেলিয়ান ওপেন (Australian Open 2021) পিছিয়ে যাওয়ায় কিছুটা হলেও সুবিধা হল ফেডেরার।