একটা সেঞ্চুরি করতে অস্ট্রেলিয়ার অধিনায়কের লেগে গেল ১৩ বছর!

Oct 12, 2019, 15:08 PM IST
1/5

১৩ বছর পর সেঞ্চুরি!

১৩ বছর পর সেঞ্চুরি!

তিনি অস্ট্রেলিয়ার অধিনায়ক। অথচ সেই তিনিই কিনা একখানা সেঞ্চুরি করতে সময় নিলেন ১৩ বছর। 

2/5

১৩ বছর পর সেঞ্চুরি!

১৩ বছর পর সেঞ্চুরি!

আন্তর্জাতিক ক্রিকেট তো দূরের কথা, ঘরোয়া ক্রিকেটেও তিনি সেঞ্চুরির দেখা পাচ্ছিলেন না। অজি অধিনায়ক টিম পেন নিজেও বেশ হতাশ হয়ে পড়ছিলেন। অথচ তিনি যে খারাপ ব্যাটিং করছিলেন এমনও নয়। তবে সেঞ্চুরির কাছাকাছি গিয়েই আউট হচ্ছিলেন।

3/5

১৩ বছর পর সেঞ্চুরি!

১৩ বছর পর সেঞ্চুরি!

১৩ বছর আগে ২০০৬ সালে পার্থে তাসমানিয়ার হয়ে কেরিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছিলেন টিম পেন। তার পর আর সেঞ্চুিরর দেখা পাননি। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেদিন ৪০৯ বলে ২১৫ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন তিনি।  

4/5

১৩ বছর পর সেঞ্চুরি!

১৩ বছর পর সেঞ্চুরি!

এর পর জিম্বাবােয়ের বিরুদ্ধে ৯৮ ও ভারতের বিরুদ্ধে ৯২ রান ছাড়া তাঁর আর কোনও উল্লেখযোগ্য ইনিংস নেই। 

5/5

১৩ বছর পর সেঞ্চুরি!

১৩ বছর পর সেঞ্চুরি!

শেষমেশ প্রথম শ্রেণীর ক্রিকেটে কেরিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পেলেন পেন। শেফিল্ড শিল্ডের প্রথম রাউন্ডে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১২১ রানের ইনিংস খেলেছেন তিনি।