দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া, আগুনের গ্রাসে বিপন্ন ১০০ কোটির উপর বন্যপ্রাণ
|
Jan 09, 2020, 10:58 AM IST
1/7
নিজস্ব প্রতিবেদন : দাবানলের গ্রাসে জ্বলছে অস্ট্রেলিয়া। সেপ্টেম্বর মাস থেকে শুরু হয়েছে দাবানল। ৪ মাস ধরে পুড়ছে অস্ট্রেলিয়া। থামার এখনও কোনও লক্ষ্মণ নেই। আর এই দাবানলের গ্রাসে অসহায়, বিপন্ন অস্ট্রেলিয়ার বন্যপ্রাণ।
2/7
উপগ্রহ চিত্রে ধরা পড়েছে অস্ট্রেলিয়ার দাবানলের ছবি। ইতিমধ্যেই দাবানলে মৃত্যু হয়েছে কমপক্ষে ২৫ জনের। প্রায় ৬৩ হাজার স্কোয়্যার মাইল জঙ্গল আগুনের গ্রাসে।
photos
TRENDING NOW
3/7
অসহায় এক কোয়ালাকে জল খাওয়ানো হচ্ছে। এই কোয়ালাটিকে উদ্ধার করেন প্যাট্রিক বয়েল নামে এক শিকারি।
4/7
আগুনের হাত থেকে বাঁচতে আশ্রয়ের খোঁজে। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী, অস্ট্রেলিয়ায় প্রায় ১০০ কোটির উপর বন্যপ্রাণ বিপন্ন।
5/7
দাবানলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নিউ সাউথ ওয়েলস ও দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়া। আমাজনের জঙ্গলে আগুনের পর ফের অস্ট্রেলিয়ায় দাবানল। ছবি দেখে শিউরে উঠছে সারা বিশ্ব।
6/7
নভেম্বর মাসে সামনে এসেছিল এই ছবি। আগুনে পুড়ে গিয়েছে শরীর। আগুন থেকে বাঁচার জন্য পালাচ্ছে এক অসহায় কোয়ালা। উদ্ধার করা হয়েছিল কোয়ালাটিকে। পরে অবশ্য মৃত্যু হয় কোয়ালাটির।
7/7
অসহায় জীবজন্তুদের উদ্ধারে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারা। কেউ আশ্রয় দিচ্ছেন। কেউ জল খাওয়াচ্ছেন। কাঁধে কাঁধে মিলিয়ে লড়ছেন অস্ট্রেলিয়াবাসী।