ভোটপ্রবণতায় মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তীসগঢ়ে এগিয়ে কংগ্রেস

Dec 11, 2018, 11:43 AM IST
1/6

মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ় ও রাজস্থান- তিন রাজ্যেই পিছিয়ে পড়েছে বিজেপি। রাজনীতির ময়দানে পালাবদলে বেশি সময় লাগে না। কাল অবধি অপরাজেয় মনে হচ্ছিল বিজেপি। সেই মোদীর দলই পিছিয়ে পড়ল তিন রাজ্যে।

2/6

মধ্যপ্রদেশে শুরুর দিকে এগিয়ে ছিল বিজেপি। তবে বেলা গড়াতেই এগিয়ে যেতে থাকে কংগ্রেস। ৯৯টি আসনে এগিয়ে গেরুয়া শিবির। কংগ্রেস এগিয়ে ১১৬টি আসনে। 

3/6

রাজস্থানে ১০৩টি আসনে এগিয়ে কংগ্রেস, সেখানে বিজেপি ৮০টি আসনে।

4/6

ছত্তীসগঢ়ে আবার বিজেপির (২৫) চেয়ে দ্বিগুণ আসনে এগিয়ে কংগ্রেস। তারা ইতিমধ্যেই ৫৭টি আসনে এগিয়ে। 

5/6

তেলেঙ্গানায় ১১৯টি আসনের মধ্যে ৯৫টি আসনে এগিয়ে গিয়েছে টিআরএস। মাত্র ১৭টি আসনে এগিয়ে কংগ্রেস। ফলে কেসিআরের প্রত্যাবর্তন নিশ্চিত। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে উত্সব। 

6/6

উত্তর-পূ্র্বে একটি রাজ্যে ক্ষমতায় ছিল কংগ্রেস। সেই রাজ্যও হাতছাড়া হচ্ছে তাদের। মিজোরামে সংখ্যাগরিষ্ঠতা জাদু সংখ্যা পার করে দিয়েছেন এমএনএফ। কংগ্রেস ৯টি ও বিজেপি ২টি আসনে এগিয়ে।