এই মানুষগুলোর পৃথিবীতে অস্তিত্বই নেই, জানেন কি?

Dec 18, 2018, 19:39 PM IST
1/8

আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের কেরামতি

AI_1

হুবুহু মানুষের মতো দেখতে। তাঁকে দেখে হয়ত জিজ্ঞাসা করতেই পারেন, কত বয়স, বাড়ি কোথায়, কী করেন- এমন হরেক প্রশ্ন। 

2/8

আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের কেরামতি

AI_2

তবে, সৃষ্টিকর্তার কাছে এর কোনও উত্তর নেই। এদের না আছে ভোটার কার্ড, না আছে আধার নম্বর। 

3/8

আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের কেরামতি

AI_3

আসলে এই পৃথিবীর কোনও ‘নাগরিকই’ নন তাঁরা। তাহলে এদের পরিচয় কী?

4/8

আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের কেরামতি

AI_4

এই ছবিগুলি তৈরি হয়েছে ‘আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স’ দিয়ে। ২০১৪ সালে শুরু হয় এআই-র মাধ্যমে গবেষণা। 

5/8

আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের কেরামতি

AI_5

 প্রায় নিখুঁত শিল্পশৈলী দেখাতে সক্ষম হয়েছে এআই। 

6/8

আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের কেরামতি

AI_6

সম্প্রতি NVIDA-র বিজ্ঞানীদের প্রকাশিত গবেষণা পত্রে বলা হয়েছে, নিখুঁত ছবি আঁকতে সক্ষম এআই। 

7/8

আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের কেরামতি

AI_7

নানা ছবির ভঙ্গিমার নমুনা সংগ্রহ করে নতুন চরিত্র বানানো হয়েছে। একটি সম্পূর্ণ মানুষের ছবি আঁকতে সময় নেয় প্রায় ৮ সপ্তাহ। 

8/8

আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের কেরামতি

AI_8

শুধু মানুষের নয়, ইন্টেরিয়র, গাড়ির মডেলও তৈরি করা হচ্ছে এআই-র মাধ্যমে।