Ankush-Oindrila: বিয়ের আগে প্রি-হানিমুনে অঙ্কুশ-ঐন্দ্রিলা, নেটপাড়ায় হইচই...

Mar 16, 2023, 14:16 PM IST
1/6

প্রি-হানিমুনে অঙ্কুশ-ঐন্দ্রিলা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মুক্তির অপেক্ষায় অঙ্কুশ ঐন্দ্রিলার ছবি লাভ ম্যারেজ। ছবির প্রচারে ব্যস্ত দুই তারকা।  

2/6

প্রি-হানিমুনে অঙ্কুশ-ঐন্দ্রিলা

ছবিতে দেখা যায় একে অপরের প্রেমে পড়েছেন তাঁরা কিন্তু বিয়ে করতে পারছেন না, কারণ পাত্রের বাবা পাত্রীর মায়ের প্রেমে পড়েছে। এবার তাঁরা বিয়ে করার পরিকল্পনা করছেন। তাই ছবিতে অঙ্কুশ ও ঐন্দ্রিলার বিয়ে হয় কিনা তা দেখার।  

3/6

প্রি-হানিমুনে অঙ্কুশ-ঐন্দ্রিলা

বৃহস্পতিবার ঐন্দ্রিলার সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন অঙ্কুশ। ক্যাপশনে লিখেছেন, আমাদের প্রি হানিমুন ট্রিপ।  

4/6

প্রি-হানিমুনে অঙ্কুশ-ঐন্দ্রিলা

অঙ্কুশ লিখেছেন, ‘২৯ দিন আর বাকি তো? ভাবলাম একটু প্রি-হানিমুন সেরে আসি। ভাবছেন তো যাদের বাবা মা এরকম তাদের কে এড়িয়ে কিভাবে এটা সম্ভব হলো? জানাবো সব আপনাদের।  

5/6

প্রি-হানিমুনে অঙ্কুশ-ঐন্দ্রিলা

অঙ্কুশ ও ঐন্দ্রিলাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।  

6/6

প্রি-হানিমুনে অঙ্কুশ-ঐন্দ্রিলা

তবে অনেকেই জানতে চেয়েছেন, ‘কবে আসল বিয়ে করবে?’, ‘বিয়ে ছাড়াই আর কত ঘুরবে?’