1/5
2/5
''আমি পাল্টে গেছি'', এমনই দাবি করলেন। ''কিন্তু কে পাল্টে গেল, অমল নাকি রক্তিম?'' রহস্য জিইয়ে রেখেই 'ড্রাকুলা স্যার'-এর ট্রেলারের শুরুটা হল। এরপর ট্রেলার যত এগিয়েছে ততই ধন্দে পড়েছেন দর্শকরা। ট্রেলারের পরবর্তী পর্যায়ে উঠে এসেছে ১৯৭১-এর প্রেক্ষাপট। কখনও গোপন কোনও আন্দোলনের অন্যতম সদস্য, কখনও আবার স্কুল শিক্ষকের ভূমিকায় ধরা দিলেন অনির্বাণ। তাঁর সামনে দুটো অতিরিক্ত দাঁত থাকায় ছাত্ররা তাঁকে 'ড্রাকুলা স্যার' বলেই ডাকে। ট্রেলার দেখে অবশ্য 'ড্রাকুলা স্যার' বিষয়টিও দ্ব্যর্থ অর্থেই তুলে ধরা হয়েছে বলে মনে হল।
photos
TRENDING NOW
3/5
ট্রেলারে আবার অনির্বাণকে দেখা গেল বিদীপ্তা চক্রবর্তীর স্বামীর ভূমিকাতেও। মঞ্জরীর ভূমিকাতে নজর কাড়লেন মিমি চক্রবর্তী। একটি জায়গায় অনির্বাণদের আন্দোলনে তাঁর জায়গা হবে কিনা জিজ্ঞাসা করতে দেখা গেল মঞ্জরীকে। উত্তরে তাঁকে স্বপ্ন দেখতে মানা করেন অনির্বাণ। ট্রেলারে উঠে এল শেষের পরেও শুরু গল্প। ট্রেলারে কৌতুহল জাগাল রুদ্রনীল ঘোষের চরিত্রটিও। ছবিতে নকশাল আন্দোলনের বিষয় উঠে আসবে কি? 'ড্রাকুলা স্যার'-এর ট্রেলার দেখে এমন প্রশ্নও জাগছে। সবমিলিয়ে রহস্যের ভরা ট্রেলার, ছবি ঘিরে বেশ কৌতুহল জাগাচ্ছে দর্শকদের মনে।
4/5
5/5
photos