Home Image: 
কাঁধে মৃতদেহ, মাইল হেঁটে সৎকারের কাজে নিয়ে গেলেন মহিলা পুলিস
Domain: 
Bengali
Section: 
Home Title: 

কাঁধে মৃতদেহ, মাইল হেঁটে সৎকারের কাজে নিয়ে গেলেন মহিলা পুলিস

English Title: 
Andhra Pradesh: Police woman carries body
Slide Photos: 

অন্ধ্রপ্রদেশ পুলিস গোটা ঘটনার ভিডিও টুইট করেছে। তাঁরা স্যালুট জানিয়ে বলে, 'আপনি যে পেশা বেছেছেন ,যে ইউনিফর্ম পরে আছেন, আজ তাঁর জন্য গর্ব অনুভব করছি আপনার কাজে৷ আপনার কাজের জন্য আমরা প্রশংসিত'। 

নিজে দাঁড়িয়ে থেকে এক স্বেচ্ছ্বাসেবী সংস্থার সহযোগিতায় দাহকার্য সম্পন্ন করেন শীর্ষা।

 শীর্ষা ওই বৃদ্ধের খবর পেয়ে ঘটনাস্থলে যান। ওই গ্রাম থেকে সৎকারের কাজে কাঁধে করে নিয়ে যান তিনি। 

ওই বৃদ্ধ পোশাক ছাড়া নগ্ন অবস্থায় রাস্তার ধারে পড়েছিলেন। তাঁর সৎকারের কাজে কেউ হাত বাড়াচ্ছিল না। তখন এগিয়ে আসেন শীর্ষা।

কিলোমিটারের পর কিলোমিটার পথ হেঁটে যান  সাব ইন্সপেক্টর শীর্ষা।। তিনিই ছিলেন পথ প্রদর্শক। 

নিজস্ব প্রতিবেদন: অন্ধ্রপ্রদেশ মহিলা পুলিসের প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া। নিজের কাঁধে করে অজ্ঞাত পরিচয়ের মৃত এক বৃদ্ধকে নিয়ে যান সৎকারের কাজে।  

Publish Later: 
No
Publish At: 
Tuesday, February 2, 2021 - 13:00
Mobile Title: 
কাঁধে মৃতদেহ, মাইল হেঁটে সৎকারের কাজে নিয়ে গেলেন মহিলা পুলিস
Facebook Instant Gallery Article: 
No