এক অচেনা মহিলার জন্যই রক্ষা পেল গোটা বাংলাদেশ দল

| Mar 15, 2019, 17:13 PM IST
1/5

এক মহিলার সৌজন্যে প্রাণে বাঁচলেন বাংলাদেশের ক্রিকেটাররা

এক মহিলার সৌজন্যে প্রাণে বাঁচলেন বাংলাদেশের ক্রিকেটাররা

পাঁচ মিনিট এদিক-ওদিক হলেই সব শেষ হয়ে যেত। বাংলাদেশী ক্রিকেটাররা বলছেন, ঈশ্বর তাঁদের রক্ষা করেছেন।

2/5

এক মহিলার সৌজন্যে প্রাণে বাঁচলেন বাংলাদেশের ক্রিকেটাররা

এক মহিলার সৌজন্যে প্রাণে বাঁচলেন বাংলাদেশের ক্রিকেটাররা

হ্যাগলি ওভাল মাঠের খুব কাছে আল নূর মসজিদ। সেখানেই নমাজ পড়তে যাচ্ছিলেন বাংলাদেশ ক্রিকেটাররা। কিন্তু যেতে পাঁচ মিনিট দেরি হয়ে যায়। আর তাতেই রক্ষে!

3/5

এক মহিলার সৌজন্যে প্রাণে বাঁচলেন বাংলাদেশের ক্রিকেটাররা

এক মহিলার সৌজন্যে প্রাণে বাঁচলেন বাংলাদেশের ক্রিকেটাররা

সাংবাদিক সম্মেলনে এএদিন একটু বেশি সময় লেগে গিয়েছিল। সেটাই শাপে বর হয়ে দাঁড়াল। পাঁচ মিনিট দেরিতে মসজিদে পৌঁছেছিলেন মুশফিক-তামিমরা। তখনও অবশ্য সেই বন্দুকবাজ মসজিদের ভিতরে বন্দুক হাতে হত্য়ালীলা চালাচ্ছিল। 

4/5

এক মহিলার সৌজন্যে প্রাণে বাঁচলেন বাংলাদেশের ক্রিকেটাররা

এক মহিলার সৌজন্যে প্রাণে বাঁচলেন বাংলাদেশের ক্রিকেটাররা

তামিমরা নূর মসজিদের কাছাকাছি আসতেই এক অজ্ঞাতপরিচয় তাদের ইঙ্গিতে জানান,মসজিদের ভিতরে গুলি চলছে। তাঁরা যেন সেদিকে না যান। সেই মহিলার ইঙ্গিতের পরই বাংলাদেশ দলের ক্রিকেটাররা ওভালের দিকে ছুট লাগান। 

5/5

এক মহিলার সৌজন্যে প্রাণে বাঁচলেন বাংলাদেশের ক্রিকেটাররা

এক মহিলার সৌজন্যে প্রাণে বাঁচলেন বাংলাদেশের ক্রিকেটাররা

সেই মহিলা তাঁদের ইশারায় বিপদ সঙ্কেত না দিলে প্রত্যেকেই মসজিদে প্রবেশ করতেন। এবং মহাবিপদে পড়তে পারতেন। প্রসঙ্গত, স্থানীয় সময় দুপুর দেড়টা নাগাদ নূর মসজিদে হামলা চালায় এক বন্দুকবাজ।