রেললাইনে পাশে অনুষ্ঠানে রেল জানত না, অন্ধকারে প্রশাসন, দায় কার?

Oct 19, 2018, 23:18 PM IST
1/10

দায় কার?

rail_10

অমৃতসর দুর্ঘটনায় একাধিক বিষয় নিয়ে প্রশ্ন উঠছে। রেল লাইনের পাশে বড় জমায়েতের সম্ভাবনা থাকলে স্থানীয় প্রশাসন রেলকে আগাম সতর্ক করে। তার ভিত্তিতে দুর্ঘটনা এড়াতে বিশেষ ব্যবস্থা নেয় রেল। 

2/10

দায় কার?

rail_9

চালক এবং গার্ডদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়। রেলের পরিভাষায় একে বলে SLO & BLW। অর্থাত্ শার্প লুক আউট এবং ব্লো লং হুইসল। এই সতর্কতার অর্থ চালক ও গার্ড অত্যন্ত সতর্ক থাকবেন এবং ঘনঘন লম্বা হুইসল বাজাবেন। 

3/10

দায় কার?

rail_8

এছাড়াও অনেক ক্ষেত্রে ট্রেনের গতি নিয়ন্ত্রণ করা হয়। সেক্ষেত্রে নির্দিষ্ট এলাকায় ট্রেনের গতি ১৫ থেকে ৪০ কিলোমিটারের মধ্যে রাখার নির্দেশ দেওয়া হয়। 

4/10

দায় কার?

rail_7

দুর্ঘটনাস্থলে যে গতিতে ট্রেন ছুটে গেছে, তা দেখে প্রশ্ন উঠছে আগাম সতর্কতা সত্যিই কি নেওয়া হয়েছিল? 

5/10

দায় কার?

rail_6

স্থানীয় প্রশাসন না জানালেও প্রত্যেক বছর একই এলাকায় যদি রাবন দহন অনুষ্ঠান হয়। তাহলে রেল নিজে থেকে কেন আগাম সতর্কতা নিল না? 

6/10

দায় কার?

rail_5

রেলের দাবি, বাজির শব্দে রেলের বাঁশি শোনা যায়নি। তবে আদতে কি হয়েছিল, তদন্তের পরেই তা স্পষ্ট হবে। কিন্তু ভিডিও বলছে, রেলের শব্দ শোনা গিয়েছিল। 

7/10

দায় কার?

rail_4

স্থানীয়দের অভিযোগ, অনুষ্ঠানের অনুমতি নেয়নি উদ্যোক্তা কংগ্রেস নেতারা। নভজ্যোত সিং সিধুর স্ত্রী নভজ্যোত কৌর অবশ্য অভিযোগ উড়িয়ে দাবি করেছেন, প্রতিবছরই সেখানে রাবণ দহন অনুষ্ঠান হয়। 

8/10

দায় কার?

rail_3

পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিং বাদলের কথায়, ''এব্যাপারে এখনই কিছু বলতে পারছেন না। তদন্তের পরই সবটা বলা সম্ভব''।

9/10

দায় কার?

rail_2

ঘটনা হল, রেললাইনের পাশে এতবড় অনুষ্ঠানের আয়োজন হচ্ছে, অথচ নিরাপত্তার দিকটা নজরেই এল না কারও। প্রশাসনই বা কী করছিল? রেল কী জানত? সবমিলিয়ে উঠছে একাধিক প্রশ্ন।      

10/10

দায় কার?

rail_1

দুর্ঘটনায় মৃতের সংখ্যা ৬০ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে পঞ্জাব পুলিস।