মাস্ক না পরায় বাবার নামে জয়কে ফোনে নালিশ মমতার! শুনে কী বললেন শাহ?

Nov 06, 2020, 23:18 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: মাস্ক ছাড়াই বিভিন্ন জায়গায় ঘুরছেন অমিত শাহ। সে কথাই নাকি অমিতের ছেলে জয় শাহকে ফোন করে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাবাকে যাতে সতর্ক করে দেন, সে অনুরোধ করেছেন তৃণমূল নেত্রী। সাংবাদিক বৈঠকে এমনটাই দাবি করে অমিত শাহকে প্রশ্ন করা হয়, আপনার স্বাস্থ্যের চিন্তা করছেন মমতা। আর আপনি তাঁরই বিরোধিতা করছেন?

2/5

সত্যিই কি মমতা ফোন করেছিলেন? খানিকটা রসিকতা করেই অমিত শাহ বলেন,''বাবা রাজ্যে আসায় চিন্তিত না মাস্ক না পরায়।''     

3/5

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর ব্যক্তিগত শত্রুতা নেই বলে মনে করিয়ে দেন শাহ। বলেন,''উনি রাজ্যের মুখ্যমন্ত্রী। প্রশাসনের প্রধানকেই প্রশ্ন করেছি। গণতন্ত্রে এটা আমাদের অধিকার। ব্যক্তিগত জীবন নিয়ে তো কিছু বলছি না।''

4/5

অতিসম্প্রতি করোনা আক্রান্ত হয়েছিলেন অমিত শাহ। সুস্থ হওয়ার পরই বাংলায় সফরে এসেছেন। অথচ বিভিন্ন সময়ে তাঁর মুখে মাস্ক দেখা যায়নি। এ দিন যেমন দক্ষিণেশ্বরে তাঁকে মাস্ক ছাড়াই দেখা গিয়েছিল। 

5/5

রাজ্যে ৩৫৬ ধারা কি জারি হবে? জি ২৪ ঘণ্টার প্রশ্নে এ দিন অমিত শাহ বলেন, ''রাজ্যপালের সুপারিশেই রাষ্ট্রপতি শাসন লাগু করা সম্ভব। তবে তার দরকার পড়বে না। এপ্রিলেই তো সরকার বদল হবে।''