IPL 2019 : ৬/১২, ১০ বছরের রেকর্ড বুক তছনছ করলেন জোসেফ

| Apr 07, 2019, 12:28 PM IST
1/5

৬/১২, ১০ বছরের রেকর্ড বুক তছনছ করলেন জোসেফ

৬/১২, ১০ বছরের রেকর্ড বুক তছনছ করলেন জোসেফ

মাত্র ২২ বছর বয়স। কিন্তু এই বয়সেই তাঁকে সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছেন বিশ্ব ক্রিকেটের তাবড় ব্যাটসম্যানরা। আলজারি জোসেফ। আইপিএলে নিজেকে প্রতিষ্ঠা করে ফেললেন। 

2/5

৬/১২, ১০ বছরের রেকর্ড বুক তছনছ করলেন জোসেফ

৬/১২, ১০ বছরের রেকর্ড বুক তছনছ করলেন জোসেফ

মাত্র ২২টা ডেলিভারি করলেন তিনি। তাতেই গত ১০ বছরের রেকর্ড বুক তছনছ করে দিলেন। প্রথমেই তুলে নিলেন ফর্মে থাকা ডেভিড ওয়ার্নারকে। তার পর বিজয় শঙ্কর, রশিদ খানদের তুললেন একে একে। 

3/5

৬/১২, ১০ বছরের রেকর্ড বুক তছনছ করলেন জোসেফ

৬/১২, ১০ বছরের রেকর্ড বুক তছনছ করলেন জোসেফ

প্রথম ওভারের প্রথম বলে ওয়ার্নারকে বোল্ড করার পর পাঁচটি বলে কোনও রান দেননি। দিনের শেষে তাঁর বোলিং ফিগার ৩.৪-১-১২-৬। 

4/5

৬/১২, ১০ বছরের রেকর্ড বুক তছনছ করলেন জোসেফ

৬/১২, ১০ বছরের রেকর্ড বুক তছনছ করলেন জোসেফ

মাত্র ১২ রান দিয়ে ছয় উইকেট। মুম্বইয়ের এই লুকনো অস্ত্রের দাপটে উড়ে গেল হায়দরাবাদ। আইপিএলের ইতিহাসে এখন এক ম্যাচে সেরা বোলিং রেকর্ড জোসেফের দখলে। 

5/5

৬/১২, ১০ বছরের রেকর্ড বুক তছনছ করলেন জোসেফ

৬/১২, ১০ বছরের রেকর্ড বুক তছনছ করলেন জোসেফ

আইপিএলের ইতিহাসে প্রথম বলেই উইকেট নেওয়া বোলির হিসাবে তিনি সাত নম্বরে রয়েছেন। ২০০৮ সালে শোহেল তানভির রাজস্থানের হয়ে এক ম্যাচে ১৪ রানে ছয় উইকেট নিয়েছিলেন। সেই রেকর্ড এদিন ভাঙলেন জোসেফ।