জুলাই-এর প্রথমার্ধেই শেষ হবে CBSE-এর দশম ও একাদশ শ্রেণির পরীক্ষা

May 08, 2020, 20:14 PM IST
1/5

জুলাই-এর প্রথম দুই সপ্তাহের মধ্যেই শেষ করতে হবে দ্বাদশ শ্রেণির বাকি পরীক্ষা। আজ এমনটাই জানিয়েছে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক।

2/5

সেইমতোই জুলাইয়ের প্রথম সপ্তাহেই দশম এবং দ্বাদশ শ্রেণির বাকি থাকা পরীক্ষাগুলো শেষ করবে বোর্ড।

3/5

পরীক্ষা চলাকালীন করোনা আবহে তা মাঝপথেই স্থগিত করে দেওয়া হয়েছিল, এবার বাকি পরীক্ষারগুলির জন্য  শীঘ্রই  দিন ঘোষণা করবে বোর্ড।

4/5

শুক্রবার এক বিবৃতি মারফত এমনটাই জানানো হয়েছে।

5/5

উল্লেখ্য, চলতি সপ্তাহতেই ঘোষিত হয়েছে জয়েন্ট মেইন ও নিট পরীক্ষার দিন। আর তার আগেই সিবিএসসির বাকি পরীক্ষা শেষ করা হবে।