বাল ঠাকরের নাতি ঐশ্বরীর জন্মদিনের পার্টি, দুবাইতে হুল্লোড় বলিউড অভিনেত্রী আলায়ার

Oct 07, 2020, 17:07 PM IST
1/7

শিবসেনার সুপ্রিমো বাল ঠাকরের নাতি ঐশ্বরী ঠাকরের জন্মদিনের পার্টিতে দুবাইতে হাজির হন বলিউড অভিনেত্রী আলায়া ফার্নিচারওয়ালা। অভিনেত্রী পূজা বেদীর মেয়ে আলায়ার সঙ্গে ঐশ্বরী ঠাকরের জন্মদিনের পার্টির সেই ছবি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ট্রেন্ড করতে শুরু করেছে 

2/7

দুবাইতে সম্প্রতি ঐশ্বরী ঠাকরের জন্মদিনের পার্টির আয়োজন করা হয়। দুবাইয়ের ওই হোটেলেই হুল্লোড় করতে দেখা যায় আলায়া ফার্নিচারওয়ালাকে। নিজের জন্মদিনের ওই ছবিতে মা স্মিতা ঠাকরে এবং আলায়াকে ট্যাগ করতে দেখা যায় ঐশ্বরীকে  

3/7

আলায়ার ইনস্টাগ্রাম হ্যান্ডেলেও ঐশ্বরীর জন্মদিনের বেশ কয়েকটি ছবি দেখা যায়। যেখানে অন্য বন্ধুদের সঙ্গে হুল্লোড় করতে দেখা যায় বলিউডের এই নবাগতা অভিনেত্রীকে 

4/7

প্রসঙ্গত, জাওয়ানি জানেমন দিয়ে বলিউড পা রাখেন আলায়া ফার্নিচারওয়ালা। ওই সিনেমায় সইফ আলি খান এবং তব্বুর বিপরীতে অভিনয় করেন তিনি। যদিও প্রথম সিনেমার পর এখনও পর্যন্ত আলায়াকে দ্বিতীয় ছবিতে দেখা যায়নি। তবে প্রথম ছবি দিয়েই দর্শকদের নজর কাড়েন আলায়া 

5/7

আলায়া ফার্নিচারওয়ালার প্রথম সিনেমা জাওয়ানি জানেমন-এর প্রিমিয়ারেও হাজির হন বাল ঠাকরের নাতি ঐশ্বরী ঠাকরে

6/7

প্রসঙ্গত রিয়া চক্রবর্তীর সঙ্গে উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরের যোগ রয়েছে বলে সুশান্তের মৃত্যুর পর থেকে জোর শোরগোল শুরু হয়। এমনকী রিয়ার ফোনে এ ইউ বলে একটি নাম রয়েছে। সেটি আদিত্য ঠাকরের কি না, তা নিয়েও জোর শোরগোল শুরু হয়

7/7

যদিও শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত দাবি করেন, ঠাকরে পরিবারকে কালিমালিপ্ত করতেই ওই ধরনের অভিযোগ করা হচ্ছে। সেই রেশ কাটতে না কাটতেই এবার ফের বলিউডের আরও এক অভিনেত্রীর সঙ্গে হুল্লোড় করতে দেখা গেল ঠাকরে পরিবারের এই সদস্যকে