পাবজি লাভার-দের মন খারাপ ছিল। একইসঙ্গে চিনা সংস্থার কর্ণধারদেরও। তাঁদের মন ভাল করার মতো কোনও খবর আপাতত নেই। তবে ভারতের পাবজি লাভারদের জন্য আছে সুখবর।আসছে মাল্টিপ্লেয়ার অ্যাকশন গেম FAU-G. তাও বলিউডের খিলাড়ির হাত ধরে।
2/5
Fearless and United: Guards. ছোট করে বললে FAU-G. একেবারে দেশি গেম। nCore নামের একটি দেশি সংস্থা এই গেম তৈরির কাজ শুরু করে দিয়েছে। এই গেম অক্ষয় কুমারের মস্তিষ্কপ্রসূত।
photos
TRENDING NOW
3/5
জানা গিয়েছে এই দেশি গেম থেকে উপার্জিত অর্থ 'ভারত কে বীর ট্রাস্ট'-এ প্রদান করা হবে। প্রধানমন্ত্রীর আত্মনির্ভর প্রকল্পের কথা মাথায় রেখেই পাবজি-র বিকল্প হিসাবে এই দেশি গেম প্রস্তুত করা হচ্ছে।
4/5
এদিন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার এই গেম-এর পোস্টার টুইটারে প্রকাশ করেন। তিনিও গেম সম্পর্কে যাবতীয় তথ্য দিয়েছেন। অক্ষয় এই গেম প্রস্তুতের ক্ষেত্রে মেন্টর হিসাবে কাজ করছেন।
5/5
মাসখানেকের মধ্যেই এই গেম প্লে স্টোর ও অ্যাপেল স্টোর থেকে ডাউনলোড করা যাবে। জানা যাচ্ছে, এই গেম অনেকটা পাবজি-র মতোই। তবে এই গেম দেশের নিরাপত্তারক্ষীদের সঙ্গে বিদেশি শক্তির সংঘর্ষের উপর তৈরি হবে। মোবাইল ও ডেস্কটপে খেলা যাবে এই গেম।