আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ে সভা করার কথা ছিল ঐশী ঘোষের। কিন্তু গতকাল দুর্গাপুরের পর এদিনও কলকাতা বিশ্ববিজদ্যালয়ে ঢুকতে দেওয়া হয়নি ঐশী ঘোষকে। শেষে বিশ্ববিদ্যালয়ের বন্ধ গেটের বাইরের সভা করেন জেএনএই সভানেত্রী।
photos
TRENDING NOW
3/5
তারপর কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করেন তাঁরা। এদিন সভা ও মিছিল থেকে বিজেপি সরকার, এনআরসি-র হাত থেকে 'আজাদি'র স্লোগান তোলেন ঐশী ঘোষ।
4/5
তোপ দাগেন, "এনআরসি আরএসএস-এর অ্যাজেন্ডা, সফল হবে না। দেশভাগের চক্রান্ত করেছে ওরা। আমরা ঐক্যের কথা বলি।"
5/5
এদিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ঐশী ঘোষকে ক্যাম্পাসে ঢুকতে না দেওয়ার সিদ্ধান্তকে 'অগণতান্ত্রিক ও নজিরবিহীন' বলে উল্লেখ করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। বলেন, "ছাত্রদের আন্দোলনে বরবার বাইরে থেকে বক্তারা এসেছেন। তাঁরা আনতেই পারেন, এটা বেআইনি, কে বলল?"