'এক ঐশীকে মারতে গিয়েছিল, লাখ লাখ ঐশীর জন্ম হয়েছে'

Feb 13, 2020, 17:21 PM IST
1/5

মৌমিতা চক্রবর্তী : "একটা ঐশীকে মারতে গিয়েছিল, লাখ লাখ ঐশী ঘোষ তৈরি হয়েছে।" স্পষ্ট হুঁশিয়ারি জেএনইউ সভানেত্রী ঐশী ঘোষের।

2/5

আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ে সভা করার কথা ছিল ঐশী ঘোষের। কিন্তু গতকাল দুর্গাপুরের পর এদিনও কলকাতা বিশ্ববিজদ্যালয়ে ঢুকতে দেওয়া হয়নি ঐশী ঘোষকে। শেষে বিশ্ববিদ্যালয়ের বন্ধ গেটের বাইরের সভা করেন জেএনএই সভানেত্রী।

3/5

তারপর কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করেন তাঁরা। এদিন সভা ও মিছিল থেকে বিজেপি সরকার, এনআরসি-র হাত থেকে 'আজাদি'র স্লোগান তোলেন ঐশী ঘোষ।

4/5

তোপ দাগেন, "এনআরসি আরএসএস-এর অ্যাজেন্ডা, সফল হবে না। দেশভাগের চক্রান্ত করেছে ওরা। আমরা ঐক্যের কথা বলি।"

5/5

এদিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ঐশী ঘোষকে ক্যাম্পাসে ঢুকতে না দেওয়ার সিদ্ধান্তকে 'অগণতান্ত্রিক ও নজিরবিহীন' বলে উল্লেখ করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। বলেন, "ছাত্রদের আন্দোলনে বরবার বাইরে থেকে বক্তারা এসেছেন। তাঁরা আনতেই পারেন, এটা বেআইনি, কে বলল?"