দিল্লির মতো দূষণের চাদরে মুড়ছে মহানগরও, বাদ নেই হাওড়া, ঘুসুড়ি
Nov 16, 2019, 06:54 AM IST
1/7
দিল্লির মত না হলেও কলকাতা ও পাশ্ববর্তী এলাকাতেও দূষণ চিন্তার কারণ হচ্ছে। গত সপ্তাহে বৃষ্টির কারণে কিছুটা কমেছিল দূষণ। কিন্তু এর মধ্যে ক্রমশ দূষণের চাদরে ঢাকতে চলেছে মহানগর।
2/7
তবে কলকাতার চেয়েও দূষণের পরিমাণ সব চেয়ে বেশি হাওড়ার ঘুসুড়ি। সেখানে আজ সকাল আটটটায় AQI বা এয়ার কোয়ালিটি ইনডেক্স লেভেল দুশো পঁচাশি। আর কলকাতার ভিক্টোরিয়ায় দূষণের মাত্রা বা AQI একশো বাষট্টি।
photos
TRENDING NOW
3/7
ক্রমেই যেন গ্যাস চেম্বারে পরিণত হচ্ছে দিল্লি। দূষণের মাত্রা বেড়েই চলেছে। শুক্রবার কোথাও কোথাও এয়ার কোয়ালিটি ইনডেক্স পৌঁছয় এক হাজারে। অধিকাংশ এলাকায় AQI প্রায় সাতশো।
4/7
কোথাও মাত্রাটা ছাড়িয়েছে ন’শো। কোথাও সাতশো। এক নজরে দেখে নেওয়া যাক দিল্লি এবং পাশ্ববর্তী এবাকায় কোথায় কেমন দূষণের মাত্রা।