কৃষি আইন প্রত্যাহারের দাবি, দমমদম থেকে যাদবপুরে রেল অবরোধ বামেদের

Dec 08, 2020, 10:42 AM IST
1/6

কৃষকদের ডাকা দেশজুড়ে ভারত বন্‍ধ সফল করতে পথে বামেরা। সকাল ছটা থেকেই দক্ষিণ কলকাতার যাদবপুরে জড়ে হয়েছেন  সিপিএমের কর্মী সমর্থকরা। যাদবপুরে রেল অবরোধে বামেরা। যদিও যাদবপুরে ৪০ মিনিট রেল অবরোধের পর তা উঠে যায়। 

2/6

 প্রায় আধ ঘণ্টা ধরে অবরোধ চলে। তারপর রেল পুলিসের মধ্যস্থতায় উঠে যায় অবরোধ। আপ ও ডাউন লাইনে শুরু হয় ট্রেন চলাচল।  

3/6

সবমিলিয়ে হয়রানির শিকার সাধারণ মানুষ। ট্রেন বন্ধের জেরে বিপাকে পড়েছেন নিত্যযাত্রীরা।

4/6

অন্যদিকে কৃষকের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে রেল অবরোধ বনধ সমর্থকদের। দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে রেল অবরোধ করে বনধ সমর্থকরা।   

5/6

বনধ সমর্থকরা দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের রেল লাইনে বসে বিক্ষোভ দেখাতে থাকে। বনধ সমর্থকদের এই কার্যকলাপে শিয়ালদহ বনগাঁ-হাসনাবাদে শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়।   

6/6

ক্যান্টনমেন্ট স্টেশনের আপ লাইনে দাঁড়িয়ে পড়ে হাসনাবাদ লোকাল। প্রায় আধঘন্টা ধরে অবরোধ চলছে। স্বাভাবিকভাবেই সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা।