কর্ণাটকের পর উত্তরপ্রদেশের পরিযায়ী শ্রমিকদের ঘরে পৌঁছে দিচ্ছেন সোনু সুদ

May 18, 2020, 12:18 PM IST
1/10

যেমন কথা তেমনি কাজ। ফের পরিযায়ী শ্রমিকদের জন্য ফের রাস্তায় নামলেন বলিউড অভিনেতা সোনু সুদ

2/10

মহারাষ্ট্র থেকে কর্ণাটকে বেশ কিছু পরিযায়ী শ্রমিককে তাঁদের নিজেদের বাড়িতে পৌঁছে দেওয়ার পর এবার উত্তরপ্রদেশের পরিযায়ী শ্রমিকদের জন্য বাসের ব্যবস্থা করলেন সোনু 

3/10

উত্তরপ্রদেশ সরকারের কাছ থেকে বিশেষ অনুমতি নিয়ে মুম্বইয়ের ওয়াডালা থেকে বাসের ব্যবস্থা করেন সোনু

4/10

বেশ কয়েকটি বসে করে ওয়াডালা থেকে উত্তরপ্রদেশের হরদোই, প্রতাপগড়, সিদ্ধার্থনগর, লখনউতে পরিযায়ী শ্রমিকদের পৌঁছে দিতে শুরু করেন সোনু

5/10

অর্থাত নিজের সাধ্যমতো অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলে সে রাজ্যের পরিযায়ী শ্রমিকদের ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন বলে সোনু সুদ যে কথা দিয়েছিলেন, এবার সেই ব্যবস্থাই করতে শুরু করেছে সিম্বা অভিনেতা 

6/10

শুধু বাড়িতে পৌঁছে দেওয়াই নয়, পরিযায়ী শ্রমিকদের বাসে তুলে দিয়ে, তাঁদের জন্য খাবারের ব্যবস্থাও করছেন অভিনেতা

7/10

সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাতকারে সোনু জানান, মানুষ কষ্টে রয়েছেন, তাঁদের সেই মুখগুলো দেখে যে কী হচ্ছিল, তা বোঝাতে পারবেন না  তিনি। পরিবারকে সঙ্গে নিয়ে মাইলের পর মাইল হাঁটছেন পরিযায়ী শ্রমিকরা, সেই খবর চোখে পড়ার পর থেকেই ছটপট করছিলেন। কিছু মানুষকেও যাতে তাঁদের বাড়িতে পৌঁছে দেওয়া যায়, সেই কথাই ভাবতে শুরু করেন। এরপরই নিজের সাধ্যমতো কাজ শুরু করে দেন বলেও জানান অভিনেতা

8/10

ছোট ছোট শিশু ও বয়ষ্কদের নিয়ে মানুষ যে নিদারুন কষ্টের মধ্যে রয়েছেন, সেই কথা ভেবেই কাজে নেমে পড়েন তিনি। সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে তবেই নিজের সাধ্যমতো পরিযায়ী শ্রমিকদের ঘরে পৌঁছে দিতে শুরু করেন বলে জানান সোনু সুদ

9/10

প্রসঙ্গত এর আগে মুম্বই থেকে কর্ণাটকের বেশ কিছু শ্রমিককে নিজেদের রাজ্যে পৌঁছে দেন সোনু

10/10

মুম্বই থেকে পরপর ১০টি বাসে করে কর্ণাটকের শ্রমিকদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন দাবাং অভিনেতা