দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম, বাতিল টেনিসের ঐতিহ্যশালী টুর্নামেন্ট

Apr 01, 2020, 22:29 PM IST
1/5

বাতিল উইম্বলডন

বাতিল উইম্বলডন

১৯৩৯ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাতিল হয়েচিল টেনিসের ঐতিহ্যশালী টুর্নামেন্ট উইম্বলডন। তার পর এই প্রথম ফের বাতিল হল উইম্বলডন।

2/5

বাতিল উইম্বলডন

বাতিল উইম্বলডন

করোনাভাইরাস খুব দ্রুত ছড়িয়ে পড়েছে ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রে। তাই সংক্রমণ এড়াতে উইম্বলডন কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। 

3/5

বাতিল উইম্বলডন

বাতিল উইম্বলডন

এমনিতেই বিশ্বের বহু জনপ্রিয় টুর্নামেন্ট বাতিল ঘোষণা করা হয়েছে। এবার উইম্বলডনও বাতিল করা হল। ২৯ জুলাই থেকে শুরু হওয়ার কথা ছিল উইম্বলডন।

4/5

বাতিল উইম্বলডন

বাতিল উইম্বলডন

১৩ জুলাই পর্যন্ত ব্রিটেনে কোনওরকম পেশাদার টেনিস প্রতিযোগিতা হবে না বলে ঘোষণা করা হয়েছে। এমনকী তৃণমূল স্তরের টেনিস টুর্নামেন্টও বাতিল করা হয়েছে।

5/5

বাতিল উইম্বলডন

বাতিল উইম্বলডন

কুইন্স, ইস্টবোর্ন, নটিংহ্যাম, বার্মিংহামের সব টুর্নামেন্ট বাতিল ঘোষণা করা হয়েছে। উইম্বলডন শুরু হতে অবশ্য এখনও অনেকটা সময় বাকি। তবুও কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না কর্তৃপক্ষ।