সোনাগাছির পুজো মণ্ডপ স্যানিটাইজের পর ঢাক বাজালেন মদন মিত্র

মন্ডপ স্যানিটাইজ করলেন নিজের হাতেই। তারপরে ঢাক বাজালেন তিনি।       

Oct 11, 2020, 14:16 PM IST
1/6

অয়ন ঘোষাল: নীলমণি মিত্র রোডের সোনাগাছির দুর্বার মহিলা সমন্বয় কমিটির পুজোয়  ঢাক বাজালেন ও গান গাইলেন মদন মিত্র।এই মুহুর্তে রাজনীতি থেকে কিছুটা দূরে। 

2/6

সেই অর্থে কোনো পদে নেই। তবু মদন মিত্র নিজের ক্যারিশমা দিয়ে জমিয়ে দিলেন পুজোর আবহ। 

3/6

আনলক পর্বেও এই মহল্লার চালচিত্র খুব একটা বদলায়নি। তবু পুজো আসছে। এই পাড়ার মাটি কাঠামোয় ফেলে শুরু হয় কুমারটুলির প্রতিমা তৈরির কাজ। এ নির্দেশ দেওয়া আছে শাস্ত্রে। তাই এই পুজোর সভাপতি হিসেবে আজ পাড়ায় পা রাখেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। 

4/6

প্রথমে গোটা পাড়া স্যানিটাইজ করেন নিজের হাতে। সঙ্গে ছিলেন অভিনেত্রী পাপিয়া অধিকারী এবং বাংলা সিরিয়ালের পরিচিত মুখ কৃষ্ণকলি শ্রীময়ী। এরপর ঢাক বাজিয়ে মায়ের নামে জয়ধ্বনি । সব শেষে দু কলি গান । মেজাজে ছিলেন মদন মিত্র। 

5/6

করোনার স্বাস্থ্যবিধি মেনে স্যানিটাইজেশনের পালা চলছে মণ্ডপে মণ্ডপে। পুজোর পাঁচদিনও স্যানিটাইজেশন করা হবে। 

6/6

রবিবার সোনাগাছির দূর্গাপুজোয় পৌঁছে গিয়েছেন মদন মিত্র, পাপিয়া অধিকারি।