বেঙ্গালুরুতে এরো ইন্ডিয়া শো চলাকালীন বিধ্বংসী আগুন, পুড়ে ছাই কমপক্ষে ১০০ গাড়ি

Feb 23, 2019, 14:31 PM IST
1/5

S 5

S 5

বেঙ্গালুরুতে এরো ইন্ডিয়া শো ২০১৯ চলাকালীন ভয়ঙ্কর আগুনে পুড়ে ছাই হয়ে গেল কমপক্ষে ১০০ গাড়ি। দমকল ও বায়ুসেনা কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।

2/5

S 4

S 4

শনিবার বেঙ্গালুরুর ইলাহাঙ্কা বায়ুসেনা ঘাঁটিতে বায়ুসেনার প্রদর্শনী এরো ইন্ডিয়া ২০১৯ চলছিল। দুপুর ১টা নাগাদ ৫ নম্বর গেটের কাছে পার্কিং এলাকায় আগুন লেগে যায়। বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে যায় কমপক্ষে ১০০ গাড়ি।

3/5

S 3

S 3

বায়ুসেনা পুলিস ও দমকলের দাবি, মাটিতে লম্বা ঘাস থাকার জন্য আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পাশাপাশি আগুনে ইন্ধন জোগায় গাড়ির জ্বালানী। তবে কী ভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট হয়নি।

4/5

S 2

S 2

এবার এরো ইন্ডিয়া শোয়ে ফের দুর্ঘটনা ঘটল। কয়েকদিন আগে এরো শো-এর প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনার কবলে পড়ে নিহত হন উইং কমান্ডার সাহিল গান্ধী। ১৯ ফেব্রুয়ারি ওই দুর্ঘটনায় দুটি বিমান আকাশে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।

5/5

s 1

s 1

পার্কিং এলাকায় আগুন লাগার পরই শো বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি, ওই এলাকা থেকে সরে যেতে বলা হয় দর্শকদের। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।