হামলার আগে ফিদায়েঁ জঙ্গি আদিল আহমেদ ডারের হুমকি ভিডিয়ো, কে এই সন্ত্রাসবাদী?

Feb 14, 2019, 20:10 PM IST
1/5

উরির পর আধা সামরিক বাহিনীকে নিশানা করল জঙ্গিরা। সাম্প্রতিককালে ভয়ঙ্করতম হামলা চালাল তারা। সিআরপিএফের কনভয়ে চালানো হয় ফিঁদায়ে হামলা। এখনও পর্যন্ত ৩০জন জওয়ান শহিদ হয়েছেন বলে খবর। 

2/5

আত্মঘাতী হামলার পর দায় নিয়েছে জইশ-এ-মহম্মদ। এবার সীমান্তের উপর থেকে আসেনি জঙ্গি। উপত্যকার সন্ত্রাসবাদী আদিল আহমেদ ডার হামলা চালিয়েছে।

3/5

পুলওয়ামার কাকাপোরা এলাকার বাসিন্দা আদিল। পুলিস জানিয়েছে, গতবছর সে জইশ-এ-মহম্মদে যোগ দিয়েছিল। তখন থেকে উপত্যকায় হামলা চালানোর উদ্দেশ্য ছিল তার। দিন কয়েক আগে তাকে ঘিরে ফেলেছিল নিরাপত্তাবাহিনী। তবে কোনওক্রমে পালায় আদিল।  

4/5

হামলার পর আদিলের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফিদায়েঁ হামলার আগে ভিডিওটি শ্যুট করা হয়েছিল। চারপাশে হাতিয়ার নিয়ে বসে রয়েছে আদিল। পিছনে জইশ-ই-মহম্মদের ব্যানার। আজিলকে বলতে শোনা যাচ্ছে, 'জিত হবেই ইনশাল্লাহ'। 

5/5

জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলার রাজমার্গে সন্ত্রাসী হামলায় শহিদ হয়েছেন ৩০জন জওয়ান। জখম হয়েছেন প্রায় ৪৫ জন।