ছেলে কৃশব-এর সঙ্গে কিছু মুহূর্তের ছবি পোস্ট করলেন পূজা বন্দ্যোপাধ্যায়, ভাইরাল ছবি

Dec 02, 2020, 21:21 PM IST
1/7

এতদিন কখনও হাতের মুঠো কিংবা ছেলের পায়ের ছবি পোস্ট করেছেন বাঙালি অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। কিংবা ছেলের ছবি পোস্ট করলেও কায়দা করে মুখ ঢেকেছেন পূজা। 

2/7

ক্রমে অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়ের ছেলেকে দেখার জন্য আগ্রহ বেড়েছে অনুরাগীদের মধ্যে।  

3/7

অবশেষে প্রায় দুমাসের কাছাকাছি পার করে ছেলে কৃশব বর্মার ছবি প্রকাশ্যে আনলেন পূজা। ছবিতে পূজার সঙ্গেই তাঁর ছেলেকে দেখা যাচ্ছে।

4/7

পূজারই পোস্ট করা আরও একটি ছবিতে তাঁর অভিনেতা স্বামী কুণাল বর্মার সঙ্গে দেখা যাচ্ছে ছোট্ট কৃশবকে। যদিও এই দুটি ছবির একটি পিছন থেকে ও আরেকটি সাইট থেকে তোলায় মুখ দেখা যাচ্ছে না। 

5/7

প্রসঙ্গত, গত ৯ অক্টোবর সকালে পুত্র সন্তানের জন্ম দেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়।

6/7

ছেলের জন্মের পর হাসপাতাল থেকেই তার ছবি শেয়ার করেন পূজা। ছেলের ছবি প্রকাশ্যে আনলেও, তার মুখ কার্যত লুকিয়ে রাখেন অভিনেত্রী। ​হাসপাতাল থেকে ফিরে বাড়িতে হাজির হয়েও পূজা ছেলের ছবি শেয়ার করেন পূজা। যদিও তাতেও ছিল মুখ ঢাকা। ​  

7/7

গত ১৫ এপ্রিল, লকডাউনের মাঝে গতবছর দুর্গাপুজোয় কুণাল বর্মার সঙ্গে সিঁদুর খেলার ছবি দিয়ে পূজা বন্দ্যোপাধ্যায় জানান, তাঁদের রেজিস্ট্রি বিয়ে এক মাস আগেই হয়েছে। তবে আনুষ্ঠানিক বিয়ে বাতিল করছেন। তবে এখন থেকে তাঁরা বিবাহিত দম্পতি।