সৈকত শহরে বিকিনিতে উপচে পড়ল গ্ল্যামার, ভাইরাল হিনা খানের ছবি

Dec 04, 2020, 18:10 PM IST
1/5

 কাজের মাঝে ফের বেরিয়ে পড়লেন হিনা খান। লকডাউন ওঠার পর ফের শ্যুটিং শুরু করেন হিনা। শ্যুটিংয়ের মাঝে বিরতি নিয়ে এবার ফের বেড়াতে বেরিয়ে পড়েন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী। বেড়াতে বেরিয়ে এবার একের পর এক ছবি শেয়ার করতে শুরু করেন হিনা 

2/5

বেড়াতে বেরিয়ে এবার কখনও বিকিনিতে ছবি শেয়ার করেন হিনা খান আবার কখনও পশ্চিমী পোশাকে দেখা যায় তাঁকে। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে হিনা খান সেই ছবি শেয়ার করতেই তা ভাইরাল হয়ে যায়। পাশাপাশি রোহন মেহরা থেকে শুরু করে টেলি টাউনের অন্য সেলেবরা হিনার প্রশংসা শুরু করেন 

3/5

ইয়ে রিসতা ক্যা কহেলতা হ্যায় থেকে বিগ বস কিংবা কসৌটি জিন্দগি পার্ট টু, একের পর এক ধারাবাহিক এবং রিয়্যালিটি শোয়ে দেখা যায় হিনা খানকে। কখনও অক্ষরা হয়ে দর্শকদের মন কেড়ে নেন হিনা আবার কখনও কমোলিকার অবতারে হাজির হন তিনি। আবার কখনও বিগ বসের ঘরে প্রিয় সেলেবের তকমা কেড়ে নেন হিনা 

4/5

ধারাবাহিক এবং রিয়্যালিটি শোয়ের পাশাপাশি বলিউডেও পা রেখেছেন হিনা খান। পরিচালক বিক্রম ভাটের সিনেমা হ্যাকড দিয়ে বি টাউনে পা রাখেন হিনা খান। হ্যাকড-এর পর হিনার হাতে কোন প্রজেক্ট রয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি। চবে হ্যাকড দিয়ে দর্শকদের মন কেড়ে নেন হিনা 

5/5

বলিউডে পা রাখার আগে প্রিয়াঙ্ক শর্মার সঙ্গে অরিজিৎ সিংয়ের মিউজিক ভিডিয়োতেও চোখে পড়ে হিনা খানের উপস্থিতি