কোয়ার্টার ভাড়া দেন অসংখ্য কর্মী, বেআইনি কাজ রুখতে এবার কড়া পদক্ষেপ রেলের

Sep 02, 2020, 12:23 PM IST
1/5

রেলের কর্মীরা নিজেরা কোয়ার্টারে থাকেন না। তাঁরা কোয়ার্টার ভাড়া দিয়ে দেন। এমনই একের পর এক অভিযোগ জমা পড়ছিল রেল কর্তৃপক্ষের কাছে। এবার নড়েচড়ে বসল রেল কর্তৃপক্ষ। 

2/5

দিল্লি ও সংলগ্ন এলাকায় ৬১টি মামলা উঠে এসেছে। দেখা যাচ্ছে কর্মীরা থাকছেন নিজের বাড়িতে। আর বরাদ্দ কোয়ার্টার মোটা টাকায় ভাড়া দিচ্ছেন। এবার উর্ধ্বতন কর্তৃপক্ষ তাঁদের বিরুদ্ধে তদন্ত শুরু করল। 

3/5

ইতিমধ্যে ২২টি কোয়ার্টার খালি করে কর্মীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে  উর্ধ্বতন কর্তৃপক্ষ। কর্মীরা বরাদ্দ কোয়ার্টারে ভাড়া দিলেই এবার কড়া পদক্ষেপ নিতে পারে রেল। এমনই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। 

4/5

রেলের উর্ধ্বতন কর্তৃপক্ষ জানাচ্ছে, বহু কর্মী নিজেদের নামে থাকা কোয়ার্টার ভাড়ায় দেয়। ফলে এটা তাঁদের কাছে আলাদা উপার্জনের রাস্তা। 

5/5

বেআইনিভাবে কোয়ার্টার ভাড়া দেওয়া কর্মীদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে রেল। নিজের বাড়ি রয়েছে যাঁদের, এমন কর্মীদের কোয়ার্টার না দেওয়ার সিদ্ধান্তও নিতে পারে রেল।