অত্যন্ত জরুরি! আধার কার্ড ও ভোটার কার্ড নিয়ে চলে এল বড় খবর...

Aadhaar: এখন সর্বত্রই আধার কার্ড জরুরি। আধার ছাড়া জীবন আঁধার। কিন্তু সম্প্রতি নির্বাচন কমিশন অন্য কথাই বলল।

| Sep 22, 2023, 16:45 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এখন সর্বত্রই আধার কার্ড জরুরি। আধার ছাড়া জীবন আঁধার। কিন্তু সম্প্রতি নির্বাচন কমিশন জানিয়ে দিল, ভোটার তালিকায় নাম তুলতে বাধ্যতামূলক নয় আধার নম্বর। আর মাত্র কয়েকমাস পরে লোকসভা নির্বাচন। তার আগে এটি রীতিমতো বড় আপডেট। 

1/7

সংশয়ের অবসান

এবারে একটা আশঙ্কা দেখা দিয়েছিল, আধার কার্ড না দেখাতে পারলে অনেক ভোটারেরই নাম বাদ যেতে পারে ভোটার তালিকা থেকে!

2/7

সামনেই লোকসভা ভোট

এদিকে সামনেই লোকসভা ভোট। কী হবে ভোট দিতে না পারলে?

3/7

নতুন ভোটার

তাছাড়া অনেক নতুন ভোটারই এবারে ভোটার লিস্টে নাম তুলবেন।  

4/7

নির্বিঘ্নে নাম নথিভুক্তি

ভোটার তালিকায় নির্বিঘ্নে নিজেদের নাম নথিভুক্ত করার বিষয়ে তাঁদের মনে একটা প্রত্যাশা আছে। 

5/7

কীসের ভিত্তিতে ভোটার তালিকায় নাম?

ভোটার কার্ড অন্যতম পরিচয়পত্র হিসেবে স্বীকৃত। কিন্তু যাঁদের ভোটার তালিকায় নামই ওঠেনি, ভোটার কার্ডও নেই বা থাকার কথা নয়, তাঁদের নাম কীসের ভিত্তিতে ভোটার তালিকায় তোলা হবে? এক্ষেত্রে তাই আধার কার্ডকে বাধ্যতামূলক করা হয়েছিল।

6/7

যাঁদের আধার কার্ড নেই, তাঁরা ভোট দেবেন না?

কিন্তু যাঁদের আধার কার্ডও নেই, বা থাকলেও যাঁরা নিরাপত্তার কারণে তা প্রকাশ করতে চান না, তাঁদের কী হবে? তাঁরা কি ভোটার তালিকায় নাম তুলবেন না? ভোট দেবেন না?

7/7

আধার বাধ্যতামূলক নয়

এ নিয়ে একটা সংশয়ের বাতাবরণ তৈরি হয়েছিল। তবে সব সংশয়ের অবসান ঘটিয়ে নির্বাচন কমিশন পরিষ্কার করে জানিয়ে দিল, ভোটার লিস্টে নাম তুলতে আধার কার্ড বাধ্যতামূলক নয়।