1/5
2/5
photos
TRENDING NOW
3/5
4/5
এই যে 2014 UN271 আমাদের দর্শন দিতে আসছে, এ অবশ্য নতুন কিছু নয়। এমনটা ঘটেই থাকে। আমাদের সোলার সিস্টেমের বাইরে থেকে, মানে আন্তঃনাক্ষত্রিক স্থান থেকে আমাদের সৌরব্যবস্থার ভিতরে আসার ঘটনাও অতীতে ঘটেছে। ২০১৭ সালেই ৯২,০০০ কিলোমিটার ট্রাভেল করে আসা সিগারেটের আকারের একটি বস্তু আমাদের Solar System-য়ে ঢুকে পড়েছিল। তারপর সেটি ঘুরতে-ঘুরতে আবার আন্তঃনাক্ষত্রিক স্থানেই ফিরে গিয়েছিল। তার নাম দেওয়া হয়েছিল--'Oumuamua'। interstellar space থেকে আমাদের সৌরমণ্ডলে ঢুকে পড়া বিজ্ঞানীমহল দ্বারা চিহ্নিত প্রথম কোনও মহাজাগতিক বস্তু ছিল এটিই।
5/5
সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্বকে চিহ্নিত করা হয় ১ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দ্বারা। এই 2014 UN271-কে যখন প্রথম চিহ্নিত করা গিয়েছিল তখন সেটি এরকম ২৯ Astronomical Units দূরে ছিল! তার পর থেকে দূরত্ব কমছে এটির। ইতিমধ্যেই এটি ৭ AU পথ অতিক্রম করে ফেলেছে। অর্থাত্, সূর্য সেটি আর ২২ AU দূরে! এর মানে, নেপচুন আমাদের থেকে যত দূরে, তার চেয়ে কাছে চলে এসেছে এটি। অবশ্য এতে ভয় কিছু নেই। কেননা এটি খুব জোর হয়তো সূর্যের ১০ AU দূর থেকেই বিদায় নেবে।
photos